খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ প্রতিনিধি হিসেবে বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।এর আগে, আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিদেশি মিশনগুলো তাদের অফিশিয়াল ফেসবুক পেজ ও বার্তায় সাবেক প্রধানমন্ত্রীর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের লক্ষ্যে সরকার বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি) পর্যন্ত টানা তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এর পাশাপাশি আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামীকাল বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যেমন শোকের ছায়া নেমে এসেছে, তেমনি আন্তর্জাতিক পর্যায়েও এর ব্যাপক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সূত্র: মানবকন্ঠ

















