মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে ভাষা ট্রেনিং, গ্রন্থাগার ও লেখকদের মিলনমেলা ২০২৫
বিশেষ প্রতিনিধি:
জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে সম্প্রতি ১৯ ডিসেম্বর শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ওয়াইড রাইটার্স এসোসিয়েশন ও আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের যৌথ আয়োজনে পূর্বনির্ধারিত ভাষা ট্রেনিং, গ্রন্থাগার ও লেখকদের মিলনমেলা ২০২৫ সুসম্পন্ন হয়েছে। সম্মেলনে অংশগ্রহণ করেন ৬৪ জেলা থেকে আগত কবি সাহিত্যিক লেখক, গ্রন্থাগার ও সম্মানিত গুণীজন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমদ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক, মাতৃভাষা জাতীয় পদকপ্রাপ্ত বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মনসুর মুসা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও প্রবন্ধকার ড. আবি আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেখক পরিষদের সভাপতি ও চার শতাধিক গ্রন্থ প্রণেতা সৈয়দ মাজহারুল পারভেজ, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক কবি লায়ন আবুল হাশেম, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক কবি মিয়া ইব্রাহিম, ফকির চাঁদ কলেজের সংগীত বিভাগীয় প্রধান ও বিশিষ্ট সংগীত শিল্পী অধ্যাপক ড. উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বাংলা একাডেমির জীবন সদস্য বিশিষ্ট লেখক ও গীতিকার জালাল উদ্দীন নলুয়া, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সনাক সাধারণ পর্ষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা কবি আখম সিরাজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার গীতিকবি অমর চাঁদ মন্ডল সহ আরও অনেকে।
ভাষা জাদুঘর পরিদর্শনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। সংক্ষিপ্ত বক্তব্য ও কবিতা পাঠ করেন বাংলা একাডেমির জীবন সদস্য লুৎফা জালাল, বীর মুক্তিযোদ্ধা কবি শুক্কুর চৌধুরী, বাংলাদেশ ড্রাগ এন্ড কেমিস্ট সোসাইটির মহাসচিব বাপ্পি রহমান, লেখক ও গবেষক মোঃ বেলায়েত হোসেন, লেখক ও সাংবাদিক ইমরান মাহফুজ, জয়নুল আবেদীন জয়, কথাসাহিত্যিক এম মিরাজ হোসেন, সংগঠনের সহ সভাপতি সেলিনা পারভীন, সহ সভাপতি সুজল মুশফিক, আইন বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন মোগল, সহ সভাপতি সারওয়ার মোর্শেদ নান্নু, সহ সভাপতি আহসান উল্যাহ, সহ সভাপতি ইয়াসমিন শরীফ, সহ সভাপতি দিলরুবা খানম, সহ অর্থ সম্পাদক ইসলাম উদ্দিন, সিআরপি প্রতিনিধি আল আমিন, বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশনের মহাসচিব কবি মাহমুদ শওকত, লামা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রিন্সিপাল কবি তমিজ উদ্দিন, কবি রিয়াজ মাহমুদ, যুগ্ম সম্পাদক নাজনীন সুরাইয়া পরাগ, ঠাকুরগাঁও কমিটির সহ সভাপতি উম্মে হাবিবা, মোহাম্মদ হানিফ সরকার, কবি হরিপদ সরকার, শেখ নাসিরুদ্দিন, আব্দুল্লাহ আল মাহমুদ, মাহফুজ উল হক শুভ, সন্তোষ রায় ভৌমিক, ফারহানা আখতার, গীতিকার সপ্তীকা চক্রবর্তী, কবি পান্না দেবনাথ, আউলিয়া পারভীন, মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি খাইরুল আলম, প্রাচ্যবাংলার সভাপতি রবিউল ইসলাম রবি, এইচডিডি নির্বাহী পরিচালক সীমান্ত সিরাজ, আনোয়ারুল ইসলাম রাজু, নাদিয়া মোহাম্মদ, মোঃ তাজ উদ্দিন, সৈয়দা রাজিয়া সুলতানা, এ এইচ এম নোমান চৌধুরী এ্যানী সহ আরও অনেকে।
বাংলাদেশ গ্রন্থাগার ফাউন্ডেশনের সভাপতি এবাদুল সরদার রাহাত সহ অনেকেই তাদের দাবি দাওয়া তুলে ধরেন। যে সকল গ্রন্থাগার প্রতিনিধি বক্তব্য রাখেনঃ মোঃ মিজানুর রহমান রিপন, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, এনভায়রনমেন্টাল সাইন্স ক্লাব ও পাঠাগার, কিশোরগঞ্জ, শেখ আমান উল্লা, সভাপতি, আমান উল্লা গণগ্রন্থাগার, গোপালগঞ্জ, মোঃ শফিউল আলম, সভাপতি, সম্প্রযুগ পাঠাগার, চট্টগ্রাম। দেব প্রিয় চাকমা, সহ সভাপতি, চাঙমা সাহিত্য বাহ্ লাইব্রেরি, খাগড়াছড়ি। সভাপতি, সৈয়দ মোকাম্মেল আলী, সাধারণ সম্পাদক, সৈয়দ জুনাব আলী আনোয়ারা সংস্কৃতি কেন্দ্র ও পাঠাগার, মৌলভীবাজার, আবু সাঈদ শিপন, প্রতিষ্ঠাতা সভাপতি, আবেদ আলী স্মৃতি গ্রন্থাগার, বগুড়, মোঃ আজিজুর রহমান, পরিচালক, বীর মুক্তিযোদ্ধা শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তম পাঠাগার, নেত্রকোনা, সৈয়দ মোঃ ইমদাদুল হক, পরিচালক, হাসান-জাহানারা পাঠাগার, যশোর, এ্যাডভোকেট কাজী বশিরুল হক, সম্পাদক, নড়াইল পাবলিক লাইব্রেরি, নড়াইল।সভাপতি, বিশ্বাস মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, পরিচালক, ডা. আবুল কাশেম শিক্ষা গবেষনা কেন্দ্র ও পাঠাগার, মাগুড়া, কাজী এনায়েত হোসেন, সভাপতি, নূরজাহান স্মৃতি পাঠাগার, বরগুনা, নবীর হোসাইন, সাহিত্য সম্পাদক, বজলুর রহমান গণগ্রন্থাগার, রংপুর, ফারহানা রহমান মিষ্টি, সভাপতি, নবস্বপ্ন পাঠাগার ও সাহিত্য পরিষদ, জামালপুর প্রমুখ।
সুইডিশ অর্থায়ন ও মোহাম্মদ আমীর হোসেন দেওয়ান পরিচালিত লেখক প্রতিযোগিতায় তিনজন বিজয়ী যথাক্রমে সারওয়াৎ জাবীন লুবনা, কবির আহমদ ও পারভেজ শিশিকে পুরস্কার, সার্টিফিকেট ও প্রাইজবন্ড প্রদান করা হয়। এছাড়াও নির্বাচিত লেখক ও কথাসাহিত্যিক এম মিরাজ হোসেন সহ অন্যান্যদের মাঝেও পুরস্কার প্রদান ও বই বিতরণ করা হয়। এসময় উপস্থিত অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং শিল্প সাহিত্য ও সংস্কৃতির প্রকাশ ও বিকাশের ক্ষেত্রে ভাষা ট্রেনিংয়ের প্রয়োজনীয় তুলে ধরেন।
অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন মাতৃভাষা ইন্সটিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট লেখক ও বাংলা একাডেমির কর্মকর্তা মনিরুজ্জামান রোহান এবং বাংলাদেশ বেতারের উপস্থাপিকা ও আবৃত্তি শিল্পী জেবুন্নেছা মুনিয়া সহ সহযোগিতায় আরও অনেকেই।
সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সভাপতি মুহাম্মদ শামসুল হক বাবু, সেক্রেটারি জেনারেল বিশিষ্ট সাইকো থ্রিলার লেখিকা আফরোজা খানম তন্দ্রা ও অর্থ সম্পাদক হাসান মোর্শেদ। ট্রেনিং সার্টিফিকেট, বই ও সম্মাননা প্রদানের মধ্যদিয়ে এবং সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ মেহেদী হাসান

















