নিউইয়র্কে অর্থহীন ও শিরোনামহীনের জমজমাট কনসার্টে দর্শকের ঢল
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
গত ৩০ নভেম্বর ২০২৫ রবিবার নিউইয়র্কের ফ্লাশিং হিন্দু টেম্পলে অনুষ্ঠিত হলো বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড অর্থহীন এবং শিরোনামহীনের বহুল প্রতীক্ষিত কনসার্ট। সংগীতপ্রেমীদের উপচে পড়া উপস্থিতিতে হাউসফুল এই আয়োজন ছিল এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলা।
এই সফল আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানানো হয় টাইটেল স্পনসর রেহান জামান, সভাপতি, উৎসব গ্রুপ,—যার সহযোগিতা পুরো অনুষ্ঠানটিকে করেছে আরও বর্ণিল। প্লাটিনাম স্পনসর নাসরিন আহমেদ, —এর প্রতি বিশেষ ধন্যবাদ।
ন্যাশনাল প্রমোটার পাভেল, মিউজিক বাংলা বোস্টন, এবং ক্যাপ্টেন ইমাম, আইআর এন্টারটেইনমেন্ট,—এর যৌথ সহযোগিতায় ইভেন্ট ইউএসএ অনুষ্ঠানটি সম্পন্ন করে। ইভেন্ট কো-অর্ডিনেটর এনামুল কবির সুজন, —এর দক্ষ ব্যবস্থাপনা পুরো কনসার্টকে এনে দেয় চমৎকার গতি।
সাউন্ড কন্ট্রোলে ছিলেন পিঙ্ক নয়েজের আরিফ, —যার নিখুঁত সাউন্ড ম্যানেজমেন্ট দর্শকদের মুগ্ধ করে। আকর্ষণীয় গ্রাফিক্স প্রেজেন্টেশনে ছিলেন ডিজে রাতাহ, —আর পুরো অনুষ্ঠানের প্রাণবন্ত উপস্থাপনা করেন সাদিয়া খন্দকার, —যিনি শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের ধরে রাখেন আবেগ ও উচ্ছ্বাসে।
অর্থহীন ব্যান্ড ও সুমনের লাইভ সংগীত, আবেগ আর কমিউনিটির মিলনে এই রাতটি হয়ে উঠেছিল এক স্মরণীয় অভিজ্ঞতা। সবশেষে ইভেন্ট ইউএস এ এন্টারটেইনমেন্ট-এর প্রেসিডেন্ট ও সিইও এনাম চৌধুরী উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়াও আয়োজকরা আরো জানিয়েছেন—দর্শকদের ভালোবাসা ও সমর্থনই ভবিষ্যতে আরও বড় আয়োজনের অনুপ্রেরণা।

















