Logo

আন্তর্জাতিক    >>   কার্ডিফ শহীদ মিনারে একুশে টিভির সাংবাদিক বিকুল চক্রবর্তীর পরিদর্শন — প্রবাসী বাংলাদেশিদের উষ্ণ সংবর্ধনা ও মতবিনিময় সভা

কার্ডিফ শহীদ মিনারে একুশে টিভির সাংবাদিক বিকুল চক্রবর্তীর পরিদর্শন — প্রবাসী বাংলাদেশিদের উষ্ণ সংবর্ধনা ও মতবিনিময় সভা

কার্ডিফ শহীদ মিনারে একুশে টিভির সাংবাদিক বিকুল চক্রবর্তীর পরিদর্শন — প্রবাসী বাংলাদেশিদের উষ্ণ সংবর্ধনা ও মতবিনিময় সভা

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
গণতন্ত্র, বহুসংস্কৃতি ও বিশ্বনাগরিকতার দেশ যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফে অবস্থিত Cardiff International Mother Language Monument তথা শহীদ মিনার পরিদর্শন করেছেন বাংলাদেশ থেকে আগত Ekushey Television-এর সাংবাদিক বিকুল চক্রবর্তী। ২৬ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে তিনি কার্ডিফে প্রবাসী বাংলাদেশিদের উষ্ণ অভ্যর্থনা ও এক প্রাণবন্ত মতবিনিময় সভায় অংশ নেন।
গত ৪ অক্টোবর দুপুর ১২টায় শহীদ মিনার পরিদর্শনের সময় তাকে স্বাগত জানান ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট ফাউন্ডার্স ট্রাস্ট কমিটির সেক্রেটারি, কমিউনিটি লিডার ও মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর।

এসময় উপস্থিত ছিলেন কার্ডিফ কাউন্টি কাউন্সিলের সাবেক ডিপুটি লর্ড মেয়র কাউন্সিলর এম. দিলওয়ার আলী, শহীদ মিনার কমিটির ফাউন্ডার্স ট্রাস্টি শেখ মোহাম্মদ তাহির উল্লাহ, আলহাজ্ব আসাদ মিয়া, লাইফ মেম্বার ভিপি সেলিম আহমদ, সাংবাদিক জিসান আহমেদ, সৈয়দ ইকবাল আহমেদ, সৈয়দ মোহাম্মদ কাহের, আখি আক্তার, মাসুদ আহমেদ, বদরুল হক মনসুর ও সাজেল আহমেদ প্রমুখ।
পরিদর্শন শেষে সাংবাদিক বিকুল চক্রবর্তীর সম্মানে কার্ডিফের সিটি রোডে অবস্থিত একটি তুর্কি রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কার্ডিফ বাংলা স্কুলের সাধারণ সম্পাদক ও UK BD TV-এর চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর এবং প্রাণবন্ত সঞ্চালনা করেন কবি ও সাহিত্যিক সৈয়দ কাহের।


সভায় আরও উপস্থিত ছিলেন ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের বোর্ড অফ ডিরেক্টর শাহ্ শাফী কাদির, বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান মুজিব, লেখক ও সংগঠক জিসান আহমেদ, শেখ মোহাম্মদ আনোয়ার, আব্দুর রউফ তালুকদার, রকিবুর রহমান, গিয়াস আহমেদ, মসুদ চৌধুরী, জিল্লু রহমানসহ স্থানীয় প্রবাসী কমিউনিটির অনেকে।
বিকুল চক্রবর্তী কার্ডিফ সফর নিয়ে অনুভূতি প্রকাশ করে বলেন, “অল্প সময়ে আমি যে ভালোবাসা ও আতিথেয়তা পেয়েছি, তা সত্যিই আমাকে আপ্লুত করেছে।” তিনি প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষায় যারা নিরলসভাবে কাজ করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। বিশেষভাবে তিনি সিনিয়র সাংবাদিক ও মৌলভীবাজারের কৃতি সন্তান মোহাম্মদ মকিস মনসুর এবং উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
বদরুল মনসুর
কার্ডিফ, ওয়েলস, যুক্তরাজ্য