Logo

রাজনীতি    >>   দিল্লি নয়, পিন্ডি নয়, স্লোগান দিলেন তারেক

দিল্লি নয়, পিন্ডি নয়, স্লোগান দিলেন তারেক

দিল্লি নয়, পিন্ডি নয়, স্লোগান দিলেন তারেক

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

ঢাকায় বিএনপির তিন সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্টিত 'তারুণ্যের সমাবেশে' দেয়া বক্তব্যের শেষ পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন একটি স্লোগান দিয়েছেন।

তিনি তার বক্তৃতার শেষ পর্যায়ে স্লোগানটি দেয়ার আগে দলীয় নেতাকর্মী ও দেশের মানুষকে এটি শুনতে এবং এরপর স্লোগানটি উচ্চারণের আহ্বান জানান।

তিনি বলেন, আপনাদের সামনে একটি ছোট্ট স্লোগান তুলে ধরতে চাই, দয়া করে মন দিয়ে সবাই শুনবেন। প্রথমে আমি স্লোগানটি বলবো, মন দিয়ে শুনবেন। এরপর আমি বলবো তখন আপনার সবাই বলবেন।

এরপর তিনি বলেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ... সবার আগে বাংলাদেশ। এরপর তিনি সবাইকে এই স্লোগান দেয়ার আহ্বান জানান। এর পর তিনি তার বক্তব্য শেষ করেন।খবর বিবিসির।