Logo

রাজনীতি    >>   ভৈরব সোসাইটি অফ ইউএসএ’র উদ্যোগে আরিফুল ইসলাম আরিফ ও জাহিদুল হক জাবেদকে সংবর্ধনা

ভৈরব সোসাইটি অফ ইউএসএ’র উদ্যোগে আরিফুল ইসলাম আরিফ ও জাহিদুল হক জাবেদকে সংবর্ধনা

ভৈরব সোসাইটি অফ ইউএসএ’র উদ্যোগে আরিফুল ইসলাম আরিফ ও জাহিদুল হক জাবেদকে সংবর্ধনা

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
ভৈরব সোসাইটি অফ ইউএসএ-এর উদ্যোগে গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫) নিউইয়র্কে এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল হক জাবেদকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, জেলার কৃতি সন্তান এবং নিউইয়র্ক কমিউনিটির সুপরিচিত মুখ, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হোসেন বেলাল। তিনি সংবর্ধিত অতিথিদের রাজনৈতিক ও সামাজিক অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যত কার্যক্রমে সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শিপু সানদানী, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ অন্যান্যেরা। এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য ফার্মাসিস্ট আব্দুল আওয়াল সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, তোফাজ্জল হোসেন, হানিফ বস, নাজমা আক্তার, পান্না কবির, ফরিদা ইয়াছমিন, নবাগত জামানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত উপস্থিতি এক উজ্জ্বল মিলনমেলার আবহ সৃষ্টি করে। বক্তব্য পর্ব শেষে সবাই মিলে একসাথে রাতের খাবার উপভোগ করেন, যেখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রবাসী সমাজের বন্ধন আরও দৃঢ় হয়।