Logo

ক্যাম্পাস    >>   ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান যা বললেন ডাকসু নির্বাচন নিয়ে

ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান যা বললেন ডাকসু নির্বাচন নিয়ে

ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান যা বললেন ডাকসু নির্বাচন নিয়ে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পর ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন আয়োজনের প্রস্তুতি জোরদার হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, এ বিষয়ে একটি রোডম্যাপ তৈরি করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ চলছে।

শুক্রবার (৩ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপাচার্য এই তথ্য দেন।

ড. নিয়াজ আহমেদ বলেন, “ডাকসু নির্বাচন নিয়ে আমরা আন্তরিক। চাই সবাই একত্রে ঐক্যমতে পৌঁছাক। নির্বাচন যেন একটি চুক্তি বা সমঝোতার ভিত্তিতে অনুষ্ঠিত হয়।” তিনি আরও যোগ করেন, “বর্তমানে বিশ্ববিদ্যালয়ে একটি মুক্ত পরিবেশ বিরাজ করছে। এই ইতিবাচক পরিবেশ কাজে লাগিয়ে আমরা যত দ্রুত সম্ভব সবার অংশগ্রহণে উৎসবমুখর নির্বাচনের আয়োজন করতে চাই।”

ডাকসু নির্বাচন দীর্ঘদিন ধরে স্থগিত থাকা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এটিকে গুরুত্ব দিয়ে দেখছে। উপাচার্যের ভাষায়, “আমাদের লক্ষ্য হলো একটি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন আয়োজন করা, যা শিক্ষার্থীদের জন্য ইতিবাচক অভিজ্ঞতা তৈরি করবে।”

নির্বাচনী প্রস্তুতির বিষয়ে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ প্রশাসনের আরও সদস্যরা উপস্থিত ছিলেন। তারা জানান, ডাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের উচ্চপর্যায়ে বিভিন্ন দিক আলোচনা করা হচ্ছে।

ডাকসু নির্বাচন সর্বশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন কারণে নির্বাচন স্থগিত থাকে। তবে বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্ব বিকাশের সুযোগ নিশ্চিত করতে আবারও নির্বাচন আয়োজনের উদ্যোগ নিয়েছে।

নির্বাচনী রোডম্যাপ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। শিগগিরই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে। প্রশাসন আশা করছে, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থন পাবেন তারা।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert