শিক্ষার্থীদের বিনামূল্যের বই বিদেশে ছাপানো হবে না: শিক্ষা উপদেষ্টা
- By Jamini Roy --
- 01 January, 2025
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অধীন শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যপুস্তক এখন থেকে আর বিদেশে ছাপানো হবে না। এ তথ্য জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বুধবার (১ জানুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্যপুস্তকের অনলাইন ভার্সন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।
শিক্ষা উপদেষ্টা জানান, বই ছাপানোর ক্ষেত্রে অতীতের একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটিয়ে একটি সুশৃঙ্খল প্রক্রিয়া প্রবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, “এখন থেকে বইয়ের ছাপা, কাগজ ও মলাটের মান উন্নত করা হবে এবং সব কাজ দেশেই সম্পন্ন হবে। বিদেশে বই ছাপানোর যে দীর্ঘদিনের প্রথা ছিল, সেটি বন্ধ করা হয়েছে।”
ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, “বই মুদ্রণ প্রক্রিয়ায় শুদ্ধি অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। কয়েক বছর ধরে মুদ্রণশিল্পে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের চিহ্নিত করে বদলি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের আগের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সহযোগিতা চাওয়া হবে।”
শিক্ষা উপদেষ্টা উল্লেখ করেন যে, বই বিতরণের ক্ষেত্রে বিভিন্ন সময় বাধার সম্মুখীন হতে হয়েছে। তিনি বলেন, “আগের বাজারমূল্যে বই ছাপানো হয়েছে। যারা কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেছে, তাদের একটি তালিকা করা হয়েছে। এ তালিকা আগামী বছর যারা সরকারে থাকবেন, তাদের হাতে তুলে দেওয়া হবে।”
পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন নিয়ে তিনি বলেন, “দলীয় রাজনীতি নিরপেক্ষভাবে বইয়ের মধ্যে রাখা হয়েছে। আগে নবম ও দশম শ্রেণিতে শুধু সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞান পড়ানো হতো। কিন্তু এখন উচ্চতর গণিত ও উচ্চতর বিজ্ঞানও অন্তর্ভুক্ত করা হয়েছে।”
তিনি আরও জানান, শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের অনলাইন ভার্সন চালু করা হয়েছে, যা ডিজিটাল বাংলাদেশ গড়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শিক্ষার্থীরা এখন তাদের প্রয়োজনীয় পাঠ্যপুস্তক সহজেই অনলাইনে ডাউনলোড করে পড়তে পারবে।
বই মুদ্রণ থেকে শুরু করে বিতরণ পর্যন্ত প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করা হবে জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, “মুদ্রণশিল্পের সঙ্গে যুক্ত অনেক দুর্নীতিগ্রস্ত ব্যক্তি শাস্তির আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে এমন সব অনিয়ম দূর করে একটি সুসংগঠিত ও দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
পাঠ্যপুস্তকের মানোন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি শুদ্ধি অভিযান চালিয়ে শিক্ষামন্ত্রীত্বের সুনাম পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এ উদ্যোগ দেশের শিক্ষার্থীদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করবে।