সংবিধানের সংস্কার নিয়ে রিজভীর সতর্কবার্তা
- By Jamini Roy --
- 05 January, 2025
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের তড়িঘড়ি এবং লোক দেখানো সংস্কার প্রয়াস সংবিধানকে পঙ্গু করে দিতে পারে। শনিবার (৪ জানুয়ারি) রাতে রাজধানীর সদরঘাটে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।
রিজভী বিশেষভাবে উল্লেখ করেন সংবিধানের ৭০ অনুচ্ছেদ। তিনি বলেন, "সংবিধানের ৭০ অনুচ্ছেদ যদি হঠাৎ তুলে দেওয়া হয়, তবে দেশে ভোট কেনাবেচার সংস্কৃতি শুরু হবে।" তিনি আরও যোগ করেন, এই ধরনের তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হলে তা দেশ ও জনগণের জন্য ক্ষতিকর হতে পারে।
রিজভী অভিযোগ করেন, বর্তমান সরকারের সংস্কার কার্যক্রম লোক দেখানো এবং বাস্তবসম্মত নীতি থেকে বিচ্যুত। তিনি বলেন, "সরকারের এমন তড়িঘড়ি উদ্যোগ শুধুমাত্র রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য। এটি জনগণের মৌলিক অধিকার এবং সংবিধানের শক্ত ভিত্তিকে দুর্বল করবে।"
অনুষ্ঠানে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিএনপির এই নেতা দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের কর্মকাণ্ড নিয়ে কথা বলেন। রিজভী বলেন, "শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। কিন্তু সরকার এ ধরনের মানবিক কার্যক্রমের চেয়ে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে বেশি মনোযোগী।"
রিজভী আরও বলেন, তড়িঘড়ি সংস্কার ও রাজনৈতিক সিদ্ধান্ত দেশে গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করবে। তিনি জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।
এই মন্তব্য এবং সতর্কবার্তার মাধ্যমে রিজভী দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বারোপ করেন এবং সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা প্রেরণ করেন।