গাজায় ক্রমবর্ধমান সংকট ও বাইডেন প্রশাসনের দ্বৈত ভূমিকা
- By Jamini Roy --
- 05 January, 2025
গাজার পরিস্থিতি দিন দিন আরও জটিল ও ভয়াবহ হয়ে উঠছে। ইসরাইলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার ভবনগুলো, বাড়ছে প্রাণহানি। ২০২৫ সালের ৪ জানুয়ারি, শনিবার, ইসরাইল গাজার বিভিন্ন স্থানে ৩০টিরও বেশি হামলা চালায়। এতে অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক ও উদ্ধারকর্মীরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবিরাম হামলার কারণে গাজা অঞ্চলের চিকিৎসা সেবাও প্রায় অচল হয়ে পড়েছে। উত্তরের ইন্দোনেশিয়ান হাসপাতাল সম্পূর্ণ বন্ধ করে দিতে হয়েছে। এর আগে কামাল আদওয়ান হাসপাতালের সব রোগী ও কর্মীকে সেখানে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আহতরা চিকিৎসার অভাবে কাতরাচ্ছেন।
এই মানবিক সংকটের মধ্যেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে যুদ্ধবিরতিতে সম্মত করতে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করছে। হোয়াইট হাউসের নিরাপত্তা মুখপাত্র জন কারবি জানান, কাতারের রাজধানী দোহায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে।
কারবি বলেন, "যুদ্ধবিরতির নতুন চুক্তিতে সই করার জন্য হামাসের প্রতি আহ্বান জানানো হয়েছে। এই চুক্তিতে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।" ইসরাইলও এই আলোচনার জন্য দোহায় আরেকটি প্রতিনিধিদল পাঠানোর ঘোষণা দিয়েছে, যা হোয়াইট হাউস স্বাগত জানিয়েছে।
যখন গাজার পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা চলছে, তখন বাইডেন প্রশাসনের ইসরাইলের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা নতুন বিতর্ক তৈরি করেছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুসারে, এই অস্ত্র বিক্রির তালিকায় যুদ্ধবিমান, হেলিকপ্টারের সামরিক রসদ, আকাশ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সরঞ্জাম এবং গোলাবারুদ অন্তর্ভুক্ত রয়েছে।
তবে এই অস্ত্র বিক্রির পরিকল্পনা বাস্তবায়নের আগে বাইডেন প্রশাসনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষের অনুমোদন পেতে হবে।
বিশ্লেষকরা মনে করছেন, একদিকে গাজায় যুদ্ধবিরতি চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা এবং অন্যদিকে ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির পরিকল্পনা বাইডেন প্রশাসনের দ্বৈত অবস্থান প্রকাশ করে। মানবাধিকার সংস্থাগুলো এই নীতিকে নিন্দা জানিয়েছে।
গাজার ক্রমবর্ধমান সংকট এবং বাইডেন প্রশাসনের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। লাখ লাখ গৃহহীন মানুষ, ধ্বংস হয়ে যাওয়া অবকাঠামো এবং বন্ধ হয়ে যাওয়া হাসপাতালগুলো গাজার মানবিক বিপর্যয়কে আরও তীব্র করে তুলছে।
এখন দেখার বিষয়, বাইডেন প্রশাসনের এই নীতিগত দ্বৈততা গাজায় শান্তি ফিরিয়ে আনার পরিবর্তে সংকট আরও ঘনীভূত করে কি না।