মেসি ও হিলারি পেলেনযুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা
- By Jamini Roy --
- 05 January, 2025
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম তুলে দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এ বছর ১৯ জন বিশিষ্ট ব্যক্তিকে এই সম্মাননা প্রদান করা হয়। স্থানীয় সময় শনিবার (৪ জানুয়ারি) হোয়াইট হাউজে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেন বাইডেন।
পুরস্কৃতদের তালিকায় রয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, মানবাধিকারকর্মী এবং ব্যবসায়ী জর্জ সরোস, অভিনেতা-পরিচালক ড্যানজেল ওয়াশিংটন, ফুটবল তারকা লিওনেল মেসি, এবং আইরিশ ব্যান্ড ইউটু'র প্রধান গায়ক বোনো। এছাড়া, বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার রালফ লরেনও এই প্রথমবারের মতো কোনো ফ্যাশন ডিজাইনার হিসেবে এ সম্মাননায় ভূষিত হন।
অনুষ্ঠানে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের মেডেল গ্রহণের সময় দর্শকরা দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান। হিলারির পাশে ছিলেন তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, মেয়ে চেলসি ক্লিনটন, এবং নাতি-নাতনিরা। হিলারি তার বক্তৃতায় বলেন, "এই পুরস্কার শুধু ব্যক্তিগত নয়, এটি আমার কাজের প্রতি সমর্থনের একটি চিহ্ন।"
ড্যানজেল ওয়াশিংটন, যিনি বিনোদন জগতে দীর্ঘদিন ধরে তার অসাধারণ দক্ষতা প্রদর্শন করেছেন, এ পুরস্কার পেয়ে অভিভূত। এছাড়া, ফুটবল তারকা লিওনেল মেসি, যদিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, তাকে ক্রীড়া জগতে তার অনন্য অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।
সমাপনী বক্তব্যে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, "এই সম্মাননা শুধু পুরস্কৃত ব্যক্তিদের কাজের স্বীকৃতি নয়, বরং তাদের জীবনধারার প্রতিফলন এবং তাদের কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত মূল্যবোধ উদযাপন করারও একটি সুযোগ।" তিনি আরও বলেন, "আমাদের উচিত তাদের জীবন থেকে শিক্ষা নিয়ে আরও ভালো সমাজ গড়ে তোলা।"
প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান অনুষ্ঠান শুধু একটি পুরস্কার বিতরণী নয়, এটি মানবজাতির প্রতি অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানানোর এক অনন্য উপলক্ষ। বাইডেন প্রশাসনের এ আয়োজন বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে।