জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে পাঁচ দিনের কর্মসূচি
- By Jamini Roy --
- 04 January, 2025
জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র সামনে রেখে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি তুলে ধরেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
হাসনাত জানান, মানুষের আশা-আকাঙ্ক্ষা বোঝার লক্ষ্যে ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে গণসংযোগ চালাবে সংগঠন দুটি। এ সময় তারা বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মতামত সংগ্রহ করবে। ঘোষণাপত্রের বিষয়ে সরকারের কোনো কার্যকরী পদক্ষেপ এখনও দৃশ্যমান নয় বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ঘোষণাপত্র প্রণয়নে সরকারের কার্যক্রম এখনও অগ্রগতি দেখাতে পারেনি। যদি সরকার দ্রুত উদ্যোগ না নেয়, তবে আমরা কঠোর কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হবো।”
তিনি আরও বলেন, “বিপ্লবের ঘোষণাপত্র প্রণয়নে সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষের ইতিবাচক সাড়া পাওয়া গেছে। দৃষ্টিভঙ্গির কিছু পার্থক্য থাকলেও আমরা একত্রে কাজ করার চেষ্টা করছি। জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঘোষণাপত্র প্রণয়নের কাজ এগিয়ে নিতে তারা সরকারের সহযোগিতার প্রস্তাবের জন্য প্রস্তুত। গণসংযোগ কার্যক্রমে দেশব্যাপী সাধারণ মানুষের মতামত নিয়ে দলীয় নীতি নির্ধারণে সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে।
এই কর্মসূচি এবং ঘোষণা নিয়ে বিভিন্ন মহল ইতিবাচক প্রতিক্রিয়া জানালেও সরকার কোনো সিদ্ধান্ত নিতে বিলম্ব করলে আন্দোলন জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে সংগঠন দুটি।