Logo

আন্তর্জাতিক    >>   পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে পাল্টাপালটি হামলায় উত্তেজনা

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে পাল্টাপালটি হামলায় উত্তেজনা

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে পাল্টাপালটি হামলায় উত্তেজনা

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে পাল্টাপালটি হামলা ও সংঘর্ষের ফলে দু'দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর এই উত্তেজনা আরো বাড়ে। খবর টোলো নিউজের।

প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানের খোস্ত প্রদেশের আলিশের জেলায় প্রথমে পাকিস্তান বাহিনী রকেট হামলা চালায়। এই হামলার পর আফগান বাহিনী পাল্টা জবাব দিতে শুরু করে। সংঘর্ষটি রাত ১টা ৩০ মিনিটে শুরু হয়ে ভোর ৫টা পর্যন্ত চলে। তবে আফগানিস্তান থেকে জানানো হয়েছে, এই সংঘর্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় বাসিন্দারা পাকিস্তান বাহিনীর হামলার তীব্র সমালোচনা করেছেন। খোস্তের বাসিন্দা হাকীমুল্লাহ বলেন, "গত রাতে ১টা ৩০ মিনিটে পাকিস্তান বাহিনী রকেট হামলা চালায়, এবং আফগান বাহিনী তা প্রতিহত করে। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ভোর ৫টা পর্যন্ত চলে।"

খোস্তের আরেক বাসিন্দা দৌলত খান জানিয়েছেন, সংঘর্ষের কারণে স্থানীয় মানুষ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে দরিদ্র মানুষজন গ্রামের মধ্যে যাতায়াত করতে পারছেন না। তাদের জন্য এটি এক বিশেষ কষ্টকর পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে।

গত ২৫ ডিসেম্বর পাকিস্তান বাহিনী আফগানিস্তানের পাকতিকা প্রদেশে প্রথম হামলা চালায়, যার ফলে আফগানিস্তানের অন্তত ৪৬ জন নিহত হয়, নিহতদের মধ্যে নারী ও শিশু ছিল। পাকিস্তানের এই হামলার পর ২৮ ডিসেম্বর আফগান বাহিনী পাল্টা হামলা চালায়, যাতে পাকিস্তানের অন্তত ১৯ জন সেনা নিহত হয়।

এই হামলার পর থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে পাল্টাপালটি হামলার ঘটনা অব্যাহত রয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

এছাড়া, দুটি দেশগুলোর মধ্যে চলমান সংঘর্ষের কারণে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশেষ করে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত এলাকায় অবস্থিত গ্রামগুলোর জনগণের জীবনে আরও কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেও কোনো রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত এই সংঘর্ষের তীব্রতা অব্যাহত থাকতে পারে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert