বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধকৌশল ও দক্ষতা প্রশংসনীয়, প্রধান উপদেষ্টার
- By Jamini Roy --
- 05 January, 2025
বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধকৌশল ও দক্ষতা নিয়ে প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (৫ জানুয়ারি) রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া উপভোগ শেষে তিনি সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে সর্বদা প্রস্তুত এবং তাদের যুদ্ধকৌশল প্রশংসনীয়।
ড. মুহাম্মদ ইউনূস বক্তৃতায় উল্লেখ করেন, "যে খেলোয়াড় যত বেশি পরিশ্রম করে বা যত ভালো প্রস্তুতি নেয়, তার বিজয়ী হওয়ার সম্ভাবনা তত বেশি। যুদ্ধের ক্ষেত্রেও তা ঠিক একইভাবে প্রযোজ্য।" তিনি আরও বলেন, সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করার মাধ্যমে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে।
প্রধান উপদেষ্টা বাংলাদেশ সেনাবাহিনীকে বাস্তবসম্মত এবং যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, সেনাবাহিনীর শীতকালীন মহড়া যেন একটি সত্যিকারের যুদ্ধের ময়দান হয়ে ওঠে। এ ধরনের মহড়ায় সেনাবাহিনীকে শত্রুপক্ষের আক্রমণ প্রতিহত করার কৌশল এবং প্রস্তুতি প্রদর্শন করতে হবে।
এ সময়, সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক, কামান, মর্টার শেল এবং গোলন্দাজ বাহিনীর আক্রমণ শত্রু বধের দৃশ্য চিত্রায়িত করা হয়। এছাড়াও, সাঁজোয়া বাহিনীর কসরত এবং বিমানবাহিনীর জঙ্গিবিমান, আর্মি অ্যাভিয়েশনের যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং প্যারা-কমান্ডোর আক্রমণও প্রদর্শিত হয়।
মহড়ার পর, ড. মুহাম্মদ ইউনূস সেনাবাহিনীর সামরিক কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের প্রশিক্ষণের সফলতা এবং ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। তিনি প্রশংসা করেন যে সেনাবাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ এবং প্রতিটি সদস্য নিজের দায়িত্বে অবিচল।
এদিনের শীতকালীন মহড়ায় বাংলাদেশের সেনাবাহিনী, বিমানবাহিনী ও অন্যান্য সামরিক বাহিনীর অংশগ্রহণ এবং প্রস্তুতি পুরোপুরি তুলে ধরা হয়, যা দেশের নিরাপত্তা ব্যবস্থা এবং যুদ্ধকৌশলে তাদের প্রস্তুতির উন্নয়ন প্রমাণিত করেছে।