নিউইয়র্কে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সভা: ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপনের সর্বসম্মত সিদ্ধান্ত
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
বাংলাদেশের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রবাসে সমুন্নত রাখতে নিউইয়র্কে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএস ইনক-এর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ জানুয়ারি ২০২৬, রোববার সকাল ১১টা নিউইয়র্কের ব্রঙ্কসের হাসান চাইনিজ রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা জনাব মনজুর আহম্মেদ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় স্বাধীনতা দিবস উদযাপনকে কীভাবে আরও সফল, অর্থবহ ও স্মরণীয় করে তোলা যায়—সে বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ চৌধুরী, সরকার আব্দুল মজীদ, মো. জিল্লুর রহমান, হামিদুজ্জামান, এম এ নাছির, বিজয় কৃষ্ণ সাহা, মুন্সী বসির উদ্দিন, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
এছাড়াও সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক রবিউজ্জামান, এবং সাবেক ব্যাংকার আতিকুল ইসলামসহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং প্রবাসে জাতীয় দিবসগুলো ঐক্যবদ্ধভাবে উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।
দুপুরের খাবার শেষে সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনজুর আহম্মেদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। সভাটি প্রবাসে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত রাখা এবং স্বাধীনতা দিবস উদযাপনকে সফল করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র: বীর মুক্তিযোদ্ধা বিজয় কৃষ্ণ সাহা


















