Logo

ইউএসএ নিউজ    >>   কুইন্স কমিউনিটি বোর্ডে সদস্য নিয়োগ শুরু: নাগরিক অংশগ্রহণে আবেদন আহ্বান বরো প্রেসিডেন্টের

কুইন্স কমিউনিটি বোর্ডে সদস্য নিয়োগ শুরু: নাগরিক অংশগ্রহণে আবেদন আহ্বান বরো প্রেসিডেন্টের

কুইন্স কমিউনিটি বোর্ডে সদস্য নিয়োগ শুরু: নাগরিক অংশগ্রহণে আবেদন আহ্বান বরো প্রেসিডেন্টের

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউইয়র্ক সিটির কুইন্স বরোর স্থানীয় উন্নয়ন ও নাগরিক কার্যক্রমে সরাসরি যুক্ত হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ উন্মুক্ত হয়েছে। কুইন্স কমিউনিটি বোর্ডের সদস্য হওয়ার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ডস জুনিয়র আগ্রহী, যোগ্য ও কমিউনিটি-সচেতন বাসিন্দাদের আবেদন করার আহ্বান জানিয়েছেন। আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
বরো প্রেসিডেন্টের দপ্তর সূত্রে জানানো হয়, কুইন্সের ১৪টি কমিউনিটি বোর্ডে সদস্যরা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ভিত্তিতে দায়িত্ব পালন করেন এবং এ জন্য কোনো পারিশ্রমিক প্রদান করা হয় না। তবে সমাজসেবা, কমিউনিটি সংগঠন, নাগরিক উদ্যোগ কিংবা স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে পূর্ব অভিজ্ঞতা থাকলে তা আবেদনকারীর জন্য অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
আবেদনপত্রে প্রার্থীদের স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে—কেন তারা নিজ নিজ এলাকার কমিউনিটি বোর্ডের সদস্য হিসেবে উপযুক্ত। কর্তৃপক্ষের মতে, এই অংশের মাধ্যমে আবেদনকারীরা তাদের অভিজ্ঞতা, আগ্রহ, কমিউনিটির প্রতি দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগ পান, যা নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কার্যকর করে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, অনলাইন আবেদন ফর্মে তারকা (*) চিহ্নিত সব প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক। আবেদনকারীদের পরামর্শ দেওয়া হয়েছে, প্রবন্ধধর্মী উত্তরগুলো আগে আলাদা নথিতে প্রস্তুত করে পরে ফর্মে যুক্ত করতে। কোনো প্রশ্ন প্রযোজ্য না হলে নির্ধারিত স্থানে ‘প্রযোজ্য নয়’ লিখতে হবে। পাশাপাশি ঠিকানার প্রমাণ হিসেবে ড্রাইভার্স লাইসেন্স, স্টেট আইডি, আইডিএনওয়াইসি অথবা সাম্প্রতিক কোনো ইউটিলিটি বিলের ছবি বা স্ক্যান কপি আপলোড করা আবশ্যক।
আবেদন জমা দেওয়ার সময় কোনো প্রযুক্তিগত সমস্যা বা তথ্যসংক্রান্ত প্রশ্ন থাকলে শেষ তারিখের আগেই কমিউনিটি বোর্ডের পরিচালক মাইকেল কার্লিয়ার-এর সঙ্গে ই-মেইলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
বরো প্রেসিডেন্টের অফিস আরও জানিয়েছে, আবেদনপত্রে প্রদত্ত কিছু তথ্য নিউইয়র্ক ফ্রিডম অব ইনফরমেশন ল’ (FOIL) অনুযায়ী জনসাধারণের জন্য প্রকাশযোগ্য হতে পারে। সম্পূর্ণ আবেদন সংশ্লিষ্ট নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্যদের কাছে পাঠানো হবে, যারা নিজ নিজ এলাকায় কমিউনিটি বোর্ড সদস্য মনোনয়নের ক্ষেত্রে আবেদনগুলো পর্যালোচনা ও বিবেচনা করবেন। নিযুক্ত হলে আবেদনকারীর নাম, ঠিকানা, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা ও পেশাগত তথ্য সংশ্লিষ্ট কমিউনিটি বোর্ডের দপ্তরের সঙ্গে শেয়ার করা হতে পারে।
কুইন্সের ১৪টি কমিউনিটি বোর্ড শহরের গুরুত্বপূর্ণ নাগরিক কাঠামোর অংশ। এসব বোর্ডের দায়িত্বের মধ্যে রয়েছে শহরের পরিষেবা কার্যক্রম তদারকি, ভূমি ব্যবহার ও জোনিং প্রস্তাবের ওপর সুপারিশ প্রদান, এবং নগর প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সমন্বয় সাধন করা।
এ বিষয়ে বরো প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ডস বলেন,
“যারা তাদের কমিউনিটির উন্নয়নে সরাসরি ভূমিকা রাখতে চান, এই উদ্যোগ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আরও অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বশীল স্থানীয় সরকার গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।”
নতুন আবেদনকারী এবং অতিরিক্ত মেয়াদের জন্য আবেদন করতে ইচ্ছুক বর্তমান সদস্য—উভয়ের জন্যই ১৩ ফেব্রুয়ারি ২০২৬ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ।