Logo

রাজনীতি    >>   ‘আমাদের নির্বাচন করতে দিতে হবে’—নিউইয়র্কে বিজয় দিবসের মঞ্চ থেকে ভার্চুয়ালি শেখ হাসিনার দৃপ্ত আহ্বান

‘আমাদের নির্বাচন করতে দিতে হবে’—নিউইয়র্কে বিজয় দিবসের মঞ্চ থেকে ভার্চুয়ালি শেখ হাসিনার দৃপ্ত আহ্বান

‘আমাদের নির্বাচন করতে দিতে হবে’—নিউইয়র্কে বিজয় দিবসের মঞ্চ থেকে ভার্চুয়ালি শেখ হাসিনার দৃপ্ত আহ্বান

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী লীগ পরিবার আয়োজিত বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেন, “আমরা নির্বাচন বয়কট করতে চাই না। আমরা নির্বাচন করতে চাই। আমাদের নির্বাচন করতে দিতে হবে। আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা প্রত্যাহার করতে হবে।”
২৮ ডিসেম্বর রোববার ব্রঙ্কসের আল আকসা পার্টি সেন্টারে আয়োজিত উৎসবমুখর বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং আওয়ামী লীগের রাজনৈতিক অধিকারের প্রশ্নটি গুরুত্বের সঙ্গে উঠে আসে।


শেখ হাসিনা তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে। একটি জনপ্রিয় ও মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। তিনি প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক অধিকার আদায়ে শান্তিপূর্ণ ও সংগঠিত আন্দোলন অব্যাহত রাখতে হবে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী লীগ পরিবারের উদ্যোগে এবং যুক্তরাষ্ট্র যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির সার্বিক সহযোগিতায় নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপিত হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সম্মাননা, আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের আদর্শই আওয়ামী লীগের মূল শক্তি এবং সেই আদর্শের ওপর দাঁড়িয়েই দলটি বারবার গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় ভূমিকা রেখেছে।
উদযাপন কমিটির আহ্বায়ক আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম বাদশার সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, যুবলীগ নেতা জামাল হুসেন, ইফজাল চৌধুরী ও রেজা আব্দুল্লাহ স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ফজলুর রহমান, বিশিষ্ট সাংবাদিক শাবান মাহমুদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ বশারত আলী, সামছুদ্দিন আজাদ, আজিজুর রহমান সাবু, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা শওকত ওসমান রিচি, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, সেলিনা মোমেন, অধ্যাপিকা হুসনে আরা, অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিক ও সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া কানেকটিকাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক প্রবাসী আওয়ামী লীগ পরিবার অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন কবি সুধাংশু কুমার মণ্ডল। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের পর শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। বাউল শিল্পী শাহীন হোসেন, সংগীত শিল্পী আল আমিন বাবু, মেহজাবিন মেহা, রেক্সোনা, কাকলী সরকারসহ অন্যান্য শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনায় গভীর রাত পর্যন্ত দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে অনুষ্ঠান উপভোগ করেন।





Two Random Colors on a Flag

Two Random Colors on a Flag