Logo

ইউএসএ নিউজ    >>   পি.এস. ২২০–এর শীতকালীন কনসার্টে সুর, উৎসব আর শিশুদের আনন্দমুখর পরিবেশ

পি.এস. ২২০–এর শীতকালীন কনসার্টে সুর, উৎসব আর শিশুদের আনন্দমুখর পরিবেশ

পি.এস. ২২০–এর শীতকালীন কনসার্টে সুর, উৎসব আর শিশুদের আনন্দমুখর পরিবেশ

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউইয়র্কের কুইন্সে অবস্থিত পি.এস. ২২০ স্কুলে গত ১৮ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত “P.S. 220 Winter Concert 2025”। শীতের আমেজে সাজানো এই বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনে অংশ নেয় গ্রেড ৩, ৪ ও ৫–এর শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে স্কুলের প্রিন্সিপাল জোসেট পিজারো (Josette Pizarro) উপস্থিত সকল ছাত্রছাত্রী, অভিভাবক, পিতা-মাতা, অতিথিবৃন্দ এবং শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সৃজনশীলতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের প্রশংসা করেন এবং বলেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও নেতৃত্বগুণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল জেসিকা মালডোনাডো, মারিয়া পানাগিওটাকিস, প্যারেন্ট কোঅর্ডিনেটর জোরায়া টরেস এবং পিএ প্রেসিডেন্ট জিসেল মেন্ডোজা। পাশাপাশি নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশনের চ্যান্সেলর মেলিসা অ্যাভিলেস-রামোস, ডিস্ট্রিক্ট–২৮ সুপারিনটেনডেন্ট ড. এরিক ব্লেক ও ডেপুটি সুপারিনটেনডেন্ট ড. শোনেল হল–এর নাম সম্মানসূচকভাবে উল্লেখ করা হয়।


শিক্ষার্থীদের পরিবেশনায় শীতকালীন উৎসব ও ছুটির আনন্দ ফুটে ওঠে সুর ও নৃত্যের মাধ্যমে। অনুষ্ঠানে পরিবেশিত উল্লেখযোগ্য পরিবেশনাগুলোর মধ্যে ছিল Holiday Mashup, Cheer Team–এর প্রাণবন্ত পারফরম্যান্স এবং গ্রেড ৩ থেকে ৫–এর শিক্ষার্থীদের দলীয় গান।
বিশেষ করে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা Making Christmas, Do You Wanna Build a Snowman, Puppy for Hanukkah, Red Christmas, Last Christmas ও Underneath the Tree গানগুলো পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে তোলে। চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরিবেশনাও ছিল সমানভাবে প্রশংসনীয়।


অনুষ্ঠানের সমাপনীতে সকল শিক্ষার্থীর সম্মিলিত পরিবেশনায় Finale – “Golden” গানটি পুরো মিলনায়তনে আবেগঘন ও আনন্দময় পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠান শেষে অভিভাবকরা শিক্ষার্থীদের চমৎকার পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেন এবং সফল আয়োজনের জন্য স্কুল প্রশাসন ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ভিডিও দেখুন:-

ফটোগ্যালারি দেখুন:-