Logo

রাজনীতি    >>   নিউইয়র্কে অবৈধ ইউনূস সরকারের পতনের দাবিতে কানাডা আওয়ামী লীগের বিক্ষোভ

নিউইয়র্কে অবৈধ ইউনূস সরকারের পতনের দাবিতে কানাডা আওয়ামী লীগের বিক্ষোভ

নিউইয়র্কে অবৈধ ইউনূস সরকারের পতনের দাবিতে কানাডা আওয়ামী লীগের বিক্ষোভ

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে (ইউএনজিএ) অংশ নিতে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছালে প্রবাসী আওয়ামী পরিবারে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাঁর সফরকে ঘিরে নিরাপত্তা নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। বাংলাদেশ সরকারের অনুরোধ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস জানায়, ড. ইউনূস অন্য রাষ্ট্রপ্রধানদের মতোই সমান নিরাপত্তা পাবেন, বাড়তি কোনও সুবিধা নয়।
এই প্রেক্ষাপটে অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে কানাডা আওয়ামী লীগের নেতাকর্মীরা ৮ ঘণ্টা গাড়ি ভ্রমণ করে নিউইয়র্কে এসে বিক্ষোভে অংশ নেন। গত ২৪ সেপ্টেম্বর বুধবার জ্যাকসন হাইটস এলাকায় এবং ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ম্যানহাটনের হোটেলের সামনে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
বিক্ষোভে অংশ নেন কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিবুর রহমান, কুইবেক শাখার সভাপতি মুন্সী বশীর, সহসভাপতি ইঞ্জিনিয়ার এলেন হেলাল, সাংগঠনিক সম্পাদক মতিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শেলীম যুবেরী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন চৌধুরী সুইটসহ অসংখ্য নেতা।
সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর, উপদেষ্টা ও সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, উপদেষ্টা ও ব্যবসায়ী রমেশ চন্দ্র নাথ, দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, আইন সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতির আলী, শিক্ষা সম্পাদক এমএ করিম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা নেতা জালাল উদ্দীন জলিল, শওকত আকবর রিচি, ফরুক হোসাইন, খুরশিদ আনোয়ার বাবলু, মনজুর চৌধুরী, এ কে চৌধুরী, নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের ফরিদা আরভি, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার, যুবলীগ নেতা খন্দকার জাহেদুল ইসলাম, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, ছাত্রলীগের সহসভাপতি শহিদুল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
প্রবাসী নেতারা বলেন, অবৈধ ইউনূস সরকার দেশে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন ধ্বংস করেছে। তাঁরা হুঁশিয়ারি দিয়ে জানান, ফ্যাসিস্ট অপশক্তিকে রুখে দিতে প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে।
উল্লেখ্য, ড. ইউনূসের সফরসঙ্গী ছিলেন বিএনপি চেয়ারম্যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রতিনিধি। সফরের মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক স্থিতিশীলতা ও নির্বাচনী রোডম্যাপ নিয়ে আন্তর্জাতিক মহলে বক্তব্য উপস্থাপন। তবে জ্যাকসন হাইটসে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের প্রতিদ্বন্দ্বী সমাবেশের পরিকল্পনায় নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়।
প্রবাসী বাঙালিরা জানিয়েছেন, নিউইয়র্কে ড. ইউনূসের সফরকে ঘিরে প্রবাসীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। সূত্র: হাকিকুল ইসলাম খোকন