Logo

অপরাধ    >>   ভারতে কাশির সিরাপ পানে আরও ২ শিশুর মৃত্যু, মৃত বেড়ে ১৯

ভারতে কাশির সিরাপ পানে আরও ২ শিশুর মৃত্যু, মৃত বেড়ে ১৯

ভারতে কাশির সিরাপ পানে আরও ২ শিশুর মৃত্যু, মৃত বেড়ে ১৯

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

ভারতে কাশির সিরাপ পানে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। আরও নয় শিশুর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মধ্য প্রদেশের চিন্দওড়া জেলায় শিশুদের কাশির সিরাপ ‘কোল্ডরিফ’ পানে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে পৌঁছেছে। সবশেষ মারা যাওয়া দুইজনের মধ্যে একজনের বয়স দুই এবং অন্যজনের বয়স তিন বছর।

এছাড়া আরও নয়জন শিশুর কিডনি ব্যর্থতার কারণে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। চিন্দওড়ার এডিএম ধীরেন্দ্র সিং বলেছেন, তার জেলার পাঁচ শিশুর অবস্থা গুরুতর।

কোল্ডরিফ ছাড়া আরও দুটি কাশির সিরাপ ‘রিলাইফ’ এবং রেসপিফ্রেশ টিআর’-এও বিপজ্জনক মাত্রার ডাইইথাইলিন গ্লাইকল পাওয়া গেছে। সরকারি মান অনুযায়ী, কফ সিরাপে ০.১ শতাংশের বেশি ডাইইথাইলিন গ্লাইকল থাকা যাবে না।

 

মুখ্যমন্ত্রী মোহন যাদব ঘোষণা দিয়েছেন, চিন্দওড়া ও বেতুলের আক্রান্ত সব শিশুর চিকিৎসার খরচ রাজ্য সরকার বহন করবে। নাগপুরের বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজে শিশুদের সেবা নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেট ও চিকিৎসক টিম মোতায়েন করা হয়েছে।

রাজনৈতিক উত্তেজনা

শিশু মৃত্যুর ঘটনায় বিরোধী নেতা উমঙ্গ সিঘর ও কংগ্রেস এমএলএ সোহন লাল বালমিকি রাজ্য সরকারের বিরুদ্ধে গুরুতর অবহেলা ও দুর্নীতির অভিযোগ তুলেছেন। দিল্লিতে এক সংবাদ সম্মেলনে সিঘর বলেন, প্রথম শিশুর মৃত্যুর পর পারসিয়া এমএলএ বাল্মীকি সব কর্মকর্তাকে চিঠি দিয়েছেন, কিন্তু সরকার এক ইঞ্চিও এগোয়নি।

তিনি প্রশ্ন করেন, সামান্য অপরাধেই গরিবের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। তাহলে এই শিশুদের মৃত্যুর জন্য দায়ী স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে কেন বুলডোজার চলবে না?

এমএলএ বাল্মীকিও একই রকম ক্ষোভ প্রকাশ করেন। কংগ্রেস রাজ্য সভাপতি জিতু পটওয়ারি সোমবার চিন্দওড়া সফর করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এক কোটি রুপি ক্ষতিপূরণ এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান।

এদিকে, মুখ্যমন্ত্রী যাদব বিরোধীদের মন্তব্যকে ‘অবান্তর’ বলে দাবি করেছেন। তিনি বলেন, কংগ্রেস শাসনের সময় ভোপাল গ্যাস ট্র্যাজেডির জন্য দায়ী ওয়ারেন অ্যান্ডারসনকে পালাতে সহায়তা করে দলটি ‘পাপ’ করেছে।

তিনি জানান, সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, এমন ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিত করতে এলোমেলো পরিদর্শন চালানো হবে। সূত্র: জাগোনিউজ