Logo

আন্তর্জাতিক    >>   নিউইয়র্কে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে শুভ মহা দশমী পালিত

নিউইয়র্কে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে  শুভ মহা দশমী পালিত

নিউইয়র্কে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে শুভ মহা দশমী পালিত

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কের উডসাইডের কুইনস প্যালেসে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে শুভ মহা দশমী। ভক্তি, আনন্দ ও আবেগে ভরপুর এই দিনে প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন পূজা, প্রার্থনা, আরতি, ভোগ ও প্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানে।


দেবী দুর্গার দশমী পূজায় মণ্ডপজুড়ে ছিল ধূপের সুবাস, ঢাকের বাদ্য, আর ভক্তদের ‘জয় মা দুর্গা’ ধ্বনিতে মুখরিত পবিত্র পরিবেশ। সকলের জন্য পরিবেশিত হয় ভোগ ও প্রসাদ—ভাত, তরকারি, মিষ্টি, ফল ও নানা ঐতিহ্যবাহী খাদ্যসামগ্রী।

দশমীর মূল আকর্ষণ ছিল সাংস্কৃতিক পর্ব। এতে নিউইয়র্কের অন্যতম সংগীত শিল্পী কৃষ্ণা তিথি মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করে ভক্ত-দর্শকদের হৃদয় জয় করেন। পাশাপাশি বিশ্বখ্যাত সংগীত পরিচালক ও শিল্পীদের সুর-নৃত্য ও বিশেষ ‘ধামাইল নৃত্য’ পরিবেশনা উৎসবের আনন্দকে আরও বহুগুণে বাড়িয়ে তোলে।


অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজন, সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী, সাহিত্যিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা সবাই পূজা উদযাপন পরিষদকে এমন চমৎকার ও শৃঙ্খলাবদ্ধ আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধর্মীয় ঐক্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।


দিনব্যাপী এই মহা দশমী উৎসবটি পরিণত হয় এক অনন্য ধর্মীয় ও সাংস্কৃতিক মিলনমেলায়—যেখানে ভক্তি, সৌন্দর্য ও ঐতিহ্যের মিশেলে উদ্ভাসিত হয় মা দুর্গার বিজয়ের বার্তা।
শেষে ভক্তরা উচ্চারণ করেন—“মা দুর্গার আশীর্বাদে জয় হোক শুভ শক্তির, প্রতিষ্ঠিত হোক শান্তি, সম্প্রীতি ও মানবতার আলো।”