
নিউইয়র্কে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে শুভ মহা দশমী পালিত
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কের উডসাইডের কুইনস প্যালেসে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে শুভ মহা দশমী। ভক্তি, আনন্দ ও আবেগে ভরপুর এই দিনে প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন পূজা, প্রার্থনা, আরতি, ভোগ ও প্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানে।
দেবী দুর্গার দশমী পূজায় মণ্ডপজুড়ে ছিল ধূপের সুবাস, ঢাকের বাদ্য, আর ভক্তদের ‘জয় মা দুর্গা’ ধ্বনিতে মুখরিত পবিত্র পরিবেশ। সকলের জন্য পরিবেশিত হয় ভোগ ও প্রসাদ—ভাত, তরকারি, মিষ্টি, ফল ও নানা ঐতিহ্যবাহী খাদ্যসামগ্রী।
দশমীর মূল আকর্ষণ ছিল সাংস্কৃতিক পর্ব। এতে নিউইয়র্কের অন্যতম সংগীত শিল্পী কৃষ্ণা তিথি মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করে ভক্ত-দর্শকদের হৃদয় জয় করেন। পাশাপাশি বিশ্বখ্যাত সংগীত পরিচালক ও শিল্পীদের সুর-নৃত্য ও বিশেষ ‘ধামাইল নৃত্য’ পরিবেশনা উৎসবের আনন্দকে আরও বহুগুণে বাড়িয়ে তোলে।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজন, সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী, সাহিত্যিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা সবাই পূজা উদযাপন পরিষদকে এমন চমৎকার ও শৃঙ্খলাবদ্ধ আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধর্মীয় ঐক্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
দিনব্যাপী এই মহা দশমী উৎসবটি পরিণত হয় এক অনন্য ধর্মীয় ও সাংস্কৃতিক মিলনমেলায়—যেখানে ভক্তি, সৌন্দর্য ও ঐতিহ্যের মিশেলে উদ্ভাসিত হয় মা দুর্গার বিজয়ের বার্তা।
শেষে ভক্তরা উচ্চারণ করেন—“মা দুর্গার আশীর্বাদে জয় হোক শুভ শক্তির, প্রতিষ্ঠিত হোক শান্তি, সম্প্রীতি ও মানবতার আলো।”