Logo

আন্তর্জাতিক    >>   যুক্তরাষ্ট্রে গর্ভপাত পিলের নতুন জেনেরিক অনুমোদন: রক্ষণশীলদের তীব্র সমালোচনা, অধিকারকর্মীদের স্বস্তি

যুক্তরাষ্ট্রে গর্ভপাত পিলের নতুন জেনেরিক অনুমোদন: রক্ষণশীলদের তীব্র সমালোচনা, অধিকারকর্মীদের স্বস্তি

যুক্তরাষ্ট্রে গর্ভপাত পিলের নতুন জেনেরিক অনুমোদন: রক্ষণশীলদের তীব্র সমালোচনা, অধিকারকর্মীদের স্বস্তি

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে গর্ভপাতের জন্য ব্যবহৃত বহুল আলোচিত ওষুধ Mifepristone-এর আরেকটি জেনেরিক সংস্করণের অনুমোদন দিয়েছে U.S. Food and Drug Administration (এফডিএ)। এটি এফডিএ’র নিয়মিত অনুমোদন প্রক্রিয়ার অংশ হলেও, সিদ্ধান্তটিকে ঘিরে দেশটির রক্ষণশীল রাজনীতি ও ‘প্রো-লাইফ’ আন্দোলনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান Avita জানিয়েছে, তাদের জেনেরিক ট্যাবলেটটি গর্ভধারণের ৭০ দিন পর্যন্ত গর্ভপাতের জন্য ব্যবহার করা যাবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে অধিকাংশ গর্ভপাতের ক্ষেত্রে মিফেপ্রিস্টোনই ব্যবহৃত হয়, বিশেষ করে প্রাথমিক গর্ভপাত প্রক্রিয়ায়।
এফডিএ ২০০০ সালে মিফেপ্রিস্টোনের প্রথম অনুমোদন দেয়। এরপর আরও একটি জেনেরিক সংস্করণ বাজারে আসে। নতুন এই অনুমোদন দেশটির ওষুধ নীতির স্বাভাবিক ধারাবাহিকতা হলেও, রক্ষণশীল শিবিরে একে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
‘স্টুডেন্টস ফর লাইফ অ্যাকশন’ নামের গর্ভপাতবিরোধী সংগঠন এই সিদ্ধান্তকে ‘ট্রাম্প প্রশাসনের কলঙ্ক’ হিসেবে উল্লেখ করেছে।
অন্যদিকে, Susan B. Anthony Pro-Life America–এর সভাপতি মারজোরি ড্যানেনফেলসার এক বিবৃতিতে বলেন, “এই অনুমোদন অবিবেচক ও অগ্রহণযোগ্য।”
Josh Hawley, মিসৌরির রিপাবলিকান সিনেটর, সামাজিক মাধ্যম এক্স-এ পোস্টে লেখেন, তিনি এফডিএ নেতৃত্বের প্রতি আস্থা হারিয়েছেন।
আর সাবেক ভাইস প্রেসিডেন্ট Mike Pence একে ‘প্রো-লাইফ আন্দোলনের প্রতি বিশ্বাসঘাতকতা’ বলে আখ্যা দেন। তিনি ট্রাম্পের স্বাস্থ্য প্রধান Robert F. Kennedy Jr.-কে বরখাস্ত করার আহ্বান জানান।
সম্প্রতি কেনেডি ও এফডিএ কমিশনার Marty Makary ২২ জন রিপাবলিকান অ্যাটর্নি জেনারেলকে চিঠি পাঠিয়ে জানিয়েছেন, মিফেপ্রিস্টোনের নিরাপত্তা নিয়ে পুনর্মূল্যায়ন চলছে। এর পরই অনুমোদনের সিদ্ধান্ত নতুন করে বিতর্ক সৃষ্টি করে।
এদিকে, গর্ভপাতের অধিকারের পক্ষে কাজ করা সংস্থাগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, এটি নারীদের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ আরও সহজ করবে। ডেমোক্র্যাট নেতৃত্বাধীন বেশ কয়েকটি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলও ওষুধের প্রাপ্যতা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন।
American Medical Association মিফেপ্রিস্টোনকে “অত্যন্ত নিরাপদ ও কার্যকর” বলে উল্লেখ করেছে। তারা সতর্ক করেছে, ওষুধটির ব্যবহার সীমিত করা হলে ‘জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়বে’।
বিশ্লেষকদের মতে, এফডিএ’র এই অনুমোদন যুক্তরাষ্ট্রে গর্ভপাতের আইনি ও রাজনৈতিক বিতর্ককে আরও তীব্র করবে, বিশেষ করে আসন্ন নির্বাচনকে ঘিরে প্রো-লাইফ ও প্রো-চয়েস শিবিরের মুখোমুখি অবস্থান আরও প্রকট হতে পারে।
সূত্র: হাকিকুল ইসলাম খোকন ।