
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের আয়োজনে ও গ্যালাক্সি মিডিয়ার পরিবেশনায় জমকালো অনুপম রায়ের সাংস্কৃতিক সন্ধ্যা: প্রবাসী বাঙালিদের জন্য সুর ও তারার মেলা
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কে প্রবাসী সিনিয়র নাগরিকদের জন্য বিনোদন ও সামাজিক সংহতি বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা। এই অনুষ্ঠানের আয়োজন করেছে Golden Age Home Care, পরিবেশনায় রয়েছে Galaxy Media এবং পাওয়ারড বাই New York Senior Adult Day Care।
আগামী রবিবার, ১২ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ১১টা পর্যন্ত এই জমকালো আয়োজন অনুষ্ঠিত হবে LaGuardia Performing Arts Center-এ (31-10 Thomson Avenue, Long Island City, NY 11101)।
অনুষ্ঠানের সঞ্চালনা করবেন জনপ্রিয় উপস্থাপিকা নওশীন মৌ। মঞ্চ মাতাতে উপস্থিত থাকবেন আধুনিক বাংলা সংগীতের জনপ্রিয় তারকা অনুপম রায়, যিনি তাঁর হৃদয় ছোঁয়া গান দিয়ে দর্শকদের সুরের মূর্ছনায় ভাসিয়ে নিয়ে যাবেন।
টিকিট মূল্য: রেগুলার: $55, সিলভার: $65 ,গোল্ড: $75 ,প্রিমিয়াম: $85, ভিআইপি: $150 ,সুপার ভিআইপি: $300 . টিকিট ও তথ্যের জন্য যোগাযোগ: 929-538-7903, 347-744-8089।
আয়োজকরা জানিয়েছেন, প্রবাসী বাঙালি সিনিয়র নাগরিকদের জন্য এটি শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়—এটি হবে প্রজন্মের সংযোগ ও আনন্দের এক উৎসবমুখর মিলনমেলা। সুর ও সংস্কৃতির এই বিশেষ সন্ধ্যায় প্রবাসী বাঙালি কমিউনিটির ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে উঠবে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।