
নিউইয়র্কে দুর্গাপূজা উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কের উডসাইডের কুইনস প্যালেসে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত দুর্গাপূজা উপলক্ষে পূজা আয়োজক কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জন কর, দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, শেখ হাসিনা মঞ্চের সভাপতি জালাল উদ্দিন জলিল এবং যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আখতার প্রমুখ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ভজন সরকার আওয়ামী লীগ নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানান।
আলোচনায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, “আওয়ামী লীগ সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।” তারা আরও উল্লেখ করেন, চলতে গেলে ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক সবসময়ই নিবিড়।
নেতৃবৃন্দ জানান, আওয়ামী লীগ সর্বদা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করে এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারা আরও আশ্বস্ত করেন, যেমন হিন্দু সম্প্রদায় সবসময় আওয়ামী লীগের পাশে থেকেছে, তেমনি বাংলাদেশ ও প্রবাসে আওয়ামী লীগও হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে একসাথে কাজ করবে।