
নিউইয়র্কে নজরুল একাডেমি অব ইউএসএ’র নজরুল জয়ন্তী ২০২৫ ও প্রতিষ্ঠার এক যুগ পূর্তি উদযাপন
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী এবং নজরুল একাডেমি অব ইউএসএ’র প্রতিষ্ঠার এক যুগ পূর্তি উপলক্ষে আগামী ১১ অক্টোবর ২০২৫, শনিবার নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা।
অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। পুরো সন্ধ্যা জুড়ে থাকবে আলোচনা সভা, কবিতা পাঠ, নজরুলগীতি, নৃত্য পরিবেশনা, একক ও সমবেত সংগীতসহ নানা বৈচিত্র্যময় সাংস্কৃতিক উপস্থাপনা। একাডেমির নিজস্ব শিল্পীদের পাশাপাশি অতিথি শিল্পীরাও অংশ নেবেন। এ উপলক্ষে একটি স্মরণিকাও প্রকাশ করা হবে।
অনুষ্ঠানটি সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। অতিথিদের জন্য আসন সংরক্ষণের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। উত্তর আমেরিকায় বসবাসরত সকল নজরুলপ্রেমী, সঙ্গীত ও সংস্কৃতিপ্রেমীদের অনুষ্ঠানটিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের সভাপতি মোহাম্মদ কিউট জামান এবং সাধারণ সম্পাদক শাহ আলম দুলাল।
আয়োজকরা জানান, অনুষ্ঠানের স্থান কুইন্স প্যালেস, ৩৭-১১, ৫৭ স্ট্রিট, উডসাইড, নিউইয়র্ক ১১৩৭৭ ,তারিখ ও সময়: শনিবার, ১১ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৬টা – রাত ১১টা , যোগাযোগ মোহাম্মদ কিউট জামান, সভাপতি — ৫১৬-৩৬৬-১৫৯৫ ,শাহ আলম দুলাল, সাধারণ সম্পাদক - ৩৪৭-২২৯-৮৪৩০ ,আজিজুল হক মুন্না, উপদেষ্টা ও এডিটর, ‘অবিস্মরণীয় নজরুল’ স্মরণিকা — ৩৪৭-৪৫১-৭৩০৭। সূত্র: হাকিকুল ইসলাম খোকন