Logo

সাহিত্য সংস্কৃতি    >>   ব্রঙ্কসে প্রথমবারের মতো শারদ মেলা: বর্ণাঢ্য আয়োজন, সঙ্গীত-ফ্যাশন শোতে দর্শকদের মুগ্ধতা

ব্রঙ্কসে প্রথমবারের মতো শারদ মেলা: বর্ণাঢ্য আয়োজন, সঙ্গীত-ফ্যাশন শোতে দর্শকদের মুগ্ধতা

ব্রঙ্কসে প্রথমবারের মতো শারদ মেলা: বর্ণাঢ্য আয়োজন, সঙ্গীত-ফ্যাশন শোতে দর্শকদের মুগ্ধতা

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
গত ২০ সেপ্টেম্বর রবিবার (২০২৫) দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত আনন্দঘন উৎসবের মধ্য দিয়ে নিউইয়র্কের ব্রঙ্কসে অনুষ্ঠিত হলো শারদ মেলা। গ্রাম বাংলা ইউএসএ–এর আয়োজনে এবং পল্লব সরকার, নির্মল দাস, বান্টি ভাই ও মৌসূমী দাসের দক্ষ ব্যবস্থাপনায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এ আয়োজনে স্থানীয় প্রবাসী বাঙালিদের পদচারণায় মুখর হয়ে ওঠে ভেন্যু ২১/৩৫ ওয়েসস্টের এভিনিউর ডে কেয়ার পার্টি হল।


মেলায় ছিল বাহারি জুয়েলারি, আকর্ষণীয় পোশাক, আর নানা স্বাদের খাবারের স্টল—যা সবার নজর কেড়েছে। সাংস্কৃতিক পর্বে নিউ জার্সি থেকে আগত কণ্ঠশিল্পী আন্না মিত্র ও দিপংকর মিত্র মনোমুগ্ধকর গান পরিবেশন করেন। নিউইয়র্কের বাপ্পী সোম নজরুলসংগীতে শ্রোতাদের বিমোহিত করেন, আর ব্রঙ্কসের শিল্পী শারমিন তানিয়া দর্শকদের প্রশংসা কুড়ান।
বিশেষভাবে দর্শকদের মন জয় করেন বহুলপ্রিয় ও প্রতিভাবান শিল্পী কৃষ্ণা তিথি—যাকে আয়োজকেরা স্নেহভরে “গানের পাখি” আখ্যা দিয়েছেন।


ব্যতিক্রমী আয়োজনে ছিল পূজার থিমভিত্তিক ফ্যাশন শো, যেখানে ছোট থেকে বড় সবার অংশগ্রহণ দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। এই অংশের নির্দেশনায় ছিলেন আয়োজক নিজেই।
অনুষ্ঠান সঞ্চালনায় কাউসার লিমন অনুষ্ঠানটিকে দেন ভিন্ন মাত্রা। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট জামাল হোসাইন, রিয়েলেটর সাইদুর লিংকন, কাজি হাসান ও সিপিএ জাকির। সূচনা বক্তব্য দেন প্রকৌশলী মো. খালেক এবং উদ্বোধন করেন এডভোকেট রেদোয়ানা রাজ্জাক সেতু।


নির্মল দাস শুভেচ্ছা বক্তব্যে মেলার সাফল্য তুলে ধরে আগামীবার আরও বৃহৎ আকারে আয়োজনের ঘোষণা দেন। বান্টি ভাইয়ের বিচক্ষণতাও মেলার সৌন্দর্য বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে।
ব্রঙ্কস মন্দিরের পুরোধা ব্যক্তিত্ব শ্রী রত্নেশ্বর সাহা, তপন দত্ত, রিয়েলেটর মনোজ সরকার ও রিয়েলেটর সুশান্ত দে আয়োজকদের উদ্যোগের প্রশংসা করে বলেন—“আমি আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও থাকব।”
কুইন্স থেকে আগত অতিথিদের মধ্যে ছিলেন , কথা রেস্টুরেন্টের কর্ণধার অপু সাহা ,ইউনাইটেড হিন্দুস অব ইউএসএর সাধারণ সম্পাদক রামদাস ঘরামী, প্রজ্ঞা পত্রিকার সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক উৎপল চৌধুরী ও ডালিয়া চৌধুরী, শ্যামল, ফটোসাংবাদিক তাপস সাহা, কৃষ্ণ সরকার প্রমুখ।


সবশেষে র‍্যাফেল ড্র–এর ৯টি পুরস্কার প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আয়োজক ও ব্যবস্থাপক পল্লব সরকার জানান—“আমরা আগামী ২০২৬ সালে দুর্গাপূজার আগে আবারও শারদ উৎসবের আয়োজন করব।”