Logo

সাহিত্য সংস্কৃতি    >>   নিউইয়র্কে ৩৬টি দুর্গাপূজা: কোথায়, কবে, কীভাবে উদযাপিত হবে শারদীয় উৎসব

নিউইয়র্কে ৩৬টি দুর্গাপূজা: কোথায়, কবে, কীভাবে উদযাপিত হবে শারদীয় উৎসব

নিউইয়র্কে ৩৬টি দুর্গাপূজা: কোথায়, কবে, কীভাবে উদযাপিত হবে শারদীয় উৎসব

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গাপূজা এবার নিউইয়র্কে রেকর্ডসংখ্যক ৩৬টি মণ্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিমা নির্মাণ, প্যান্ডেল সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ শেষ পর্যায়ে। শহরের পাঁচটি বরো জুড়ে ভক্তরা দেবীর আগমনের অপেক্ষায় দিন গুনছেন। বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের নানা প্রান্তের শিল্পীরা প্রতিটি মণ্ডপে গান, নৃত্য ও সংস্কৃতিচর্চায় অংশ নেবেন।

এই বছর মহালয়া হয়েছে ২১ সেপ্টেম্বর এবং প্রতিপদ তিথি শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর থেকে। দেবী দুর্গা আসছেন গজে (হাতি বাহনে), যা সমৃদ্ধি ও শস্যশ্যামলার প্রতীক। তবে গমন হবে দোলায়, যা মড়কের অশনি সংকেত বহন করছে বলে পুরাণে উল্লেখ আছে।
নিউইয়র্কে প্রধান দুর্গোৎসব ও সময়সূচীতে , টাইমস স্কয়ার দুর্গা উৎসব এসোসিয়েশন: প্রথমবারের মতো টাইমস স্কয়ারের ৪৬-৪৭ স্ট্রিটে পূজা, আগামী ১ ও ২ অক্টোবর ,বেঙ্গলী ক্লাব ইউএসএ: টাইমস স্কয়ারে ওয়েস্ট ৪৫ ও ৪৬ স্ট্রিটে ১ ও ২ অক্টোবর; ২৬টি দেশের শিল্পীরা অংশ নেবেন ,ডাইভারসিটি প্লাজা দুর্গাপূজা: বেঙ্গলী ক্লাব ইউএসএ-এর আয়োজনে জ্যাকসন হাইটসে ২৯ সেপ্টেম্বর – ২ অক্টোবর ,বাংলাদেশ বেদান্ত সোসাইটি নিউইয়র্ক: ২৫৮-২০ হিলসাইড, গোল্ডেন ইয়ার’স পার্টি হলে ২৭-২৮ সেপ্টেম্বর ,উত্তর আমেরিকা হিন্দু কল্যাণ সংঘ: ১৫০-২৫ হিলসাইড এভিনিউ, জ্যামাইকা, ২৭ সেপ্টেম্বর – ১ অক্টোবর ,শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ ইউএসএ: শ্রীকৃষ্ণ মন্দির, ৮৭-৩৫, ১৬২ স্ট্রিট, জ্যামাইকা, ২৭ সেপ্টেম্বর – ১ অক্টোবর।হিন্দু মিলন মেলা নিউইয়র্ক: গুলশান টেরেস, উডসাইড, ১–৩ অক্টোবর, সনাতন সেবাশ্রম ফাউন্ডেশন: মহাকালী মন্দির, ১১২-৪৪ ২০৯ স্ট্রিট, ২৭ সেপ্টেম্বর – ১ অক্টোবর ,জ্যাকসন হাইটস পূজা ফাউন্ডেশন: সত্য নারায়ণ মন্দির, ৭৫-১৫ উডসাইড এভিনিউ, তিথি অনুসারে পূজা আমেরিকান বাঙালী হিন্দু ফাউন্ডেশন: মহামায়া মন্দির, ১০৪-১৪ লিভারপুল এভিনিউ, জ্যামাইকা, ২৭ সেপ্টেম্বর – ১ অক্টোবর ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নিউইয়র্ক ইনক: বিশাল আয়োজন কুইন্স পেলেস, উডসাইড, ২৯ সেপ্টেম্বর – ২ অক্টোবর।
এছাড়াও পূজা অনুষ্ঠিত হবে — ওম শক্তি মন্দির, দিব্যধাম মন্দির, সার্বজনীন পূজা উদযাপন পরিষদ ইউএসএ, হরিচাঁদ গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশন, বাংলাদেশ সেবা সংঘ নিউইয়র্ক, বাংলাদেশ পূজা সমিতি অব নিউইয়র্ক, সর্বজনীন হিন্দু পরিষদ লং আইল্যান্ড, সনাতনী সংঘ লং আইল্যান্ড, দেবালয়সহ বিভিন্ন সংগঠনের আয়োজনে।
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে নিউইয়র্কের প্রবাসী হিন্দু সম্প্রদায় যেমন প্রস্তুত, তেমনি আনন্দে মেতেছে গোটা শহরের বাঙালি সমাজ। প্রতিমা, পূজা, প্রসাদ, সংস্কৃতিকর্ম, সবকিছু মিলিয়ে প্রবাসে বাঙালির শিকড়ের টান ও ঐতিহ্যের মহোৎসব হয়ে উঠছে এবারের পূজা। সূত্র: সনজীবন কুমার