Logo

সাহিত্য সংস্কৃতি    >>   নিউইয়র্কে অনুকুল ঠাকুরের পবিত্র জন্মজয়ন্তী উদযাপন

নিউইয়র্কে অনুকুল ঠাকুরের পবিত্র জন্মজয়ন্তী উদযাপন

নিউইয়র্কে অনুকুল ঠাকুরের পবিত্র জন্মজয়ন্তী উদযাপন

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
গত ২০ সেপ্টেম্বর ২০২৫, রবিবার নিউইয়র্কের সত্য নারায়ণ মন্দির প্রাঙ্গণে বিপুল ভক্তসমাবেশের মধ্য দিয়ে পালন করা হয় সৎসঙ্গ আমেরিকা (SATSANG AMERICA)–এর আয়োজনে সর্বজন প্রিয় পরম পূজ্য স্রী স্রী ঠাকুর অনুকুলচন্দ্রের পবিত্র জন্মজয়ন্তী।


দিনব্যাপী এই ধর্মীয় উৎসবে ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন ঠাকুর অনুকুলচন্দ্রের জীবনী আলোচনা, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, পূজা-অর্চনা, প্রার্থনা, কীর্তন, ভজন, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনাসহ নানাবিধ আধ্যাত্মিক অনুষ্ঠানে। সকাল থেকে রাত পর্যন্ত উৎসবমুখর পরিবেশে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয় ভক্তদের উপস্থিতিতে।
দুপুরে অনুকুল ঠাকুরের জীবনদর্শন ও মানবকল্যাণমূলক আদর্শকে তুলে ধরতে মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য ধর্মীয় র‍্যালি বের করা হয়। এতে নারী-পুরুষ, শিশু ও প্রবীণসহ বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগী অংশ নেন।


অনুষ্ঠানের বক্তারা ঠাকুর অনুকুলচন্দ্রের মহৎ জীবনদর্শন, তাঁর মানবপ্রেম, সত্য, শৃঙ্খলা ও সৎসঙ্গ আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন এবং বর্তমান প্রজন্মকে তাঁর আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
দিনশেষে আয়োজকরা সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাজকল্যাণ ও শান্তিময় পৃথিবীর জন্য প্রার্থনা জানান।