Logo

সাহিত্য সংস্কৃতি    >>   নিউইয়র্কে বাংলাদেশ হিন্দু মন্দিরে জাঁকজমকপূর্ণ মহালয়া উদযাপন

নিউইয়র্কে বাংলাদেশ হিন্দু মন্দিরে জাঁকজমকপূর্ণ মহালয়া উদযাপন

নিউইয়র্কে বাংলাদেশ হিন্দু মন্দিরে জাঁকজমকপূর্ণ মহালয়া উদযাপন

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
গত ২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার ভোর ৫টা ৩০ মিনিটে নিউইয়র্কের বাংলাদেশ হিন্দু মন্দিরে মহালয়া উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। শঙ্খ, ঢাক, কাঁসার ধ্বনিতে শুরু হওয়া এই মহালয়া উৎসবে চণ্ডীপাঠ, স্তোত্র পাঠ, সংগীত পরিবেশনা ও ধারা বর্ণনার মধ্য দিয়ে দেবী দুর্গার আগমনী আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন ডা. দেবব্রত দত্ত।

ভাষ্য পাঠ ও চণ্ডীপাঠ পরিচালনা করেন শ্রী শংকর পারিয়াল, যিনি পুরো অনুষ্ঠানজুড়ে দেবীর বন্দনা ও আধ্যাত্মিক আবহ সৃষ্টি করেন।
সঙ্গীতে অংশ নেন —
শ্রীমতি অরুণা সাহা, শ্রীমতি মিনা (রীতা) ভৌমিক, শ্রীমতি কামনা কর্মকার, শ্রীমতি কল্পনা বসু, শ্রীমতি অনামিকা মজুমদার, শ্রীমতি রুণা রায়, শ্রীমতি শুভ্রা গোস্বামী, শ্রীমতি মনিকা দাস, শ্রীমতি প্লামী দাস গোপ, শ্রীমতি সোমা চৌধুরী, শ্রী তন্ময় বর্মণ ও অন্যান্য শিল্পীবৃন্দ।


তবলায় ছিলেন শ্রী রবিশঙ্কর ভট্টাচার্য্য।
মন্দিরা পরিবেশন করেন সঞ্জয় কর্মকার, সপ্তর্ষী রায় ও কৃষ্ণেন্দু বর্মন।
শব্দ সঞ্চালনায় ছিলেন শ্রী সাগর রায় ও শ্রী প্রসেনজিৎ ভদ্র।
সারা অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করেন শ্রী বিকাশ সরকার।

সার্বিক সহযোগিতা প্রদান করেন, শ্রী অলক ভৌমিক, শ্রী সলিল বর্মন, শ্রী কার্তিক সরকার, শ্রী রতন চক্রবর্তী, শ্রী নীলাভ রায়, শ্রী রঞ্জিত পাল, শ্রী অশোক মজুমদার, শ্রী দিলিপ দাস, শ্রী শংকর বিশ্বাস, শ্রী সজিব বাড়ৈ, শ্রী মানব পাল, শ্রী প্রলয় মিত্র, শ্রী বিশ্বনাথ পাল, শ্রীমতি রুবি চন্দ, শ্রী রঞ্জন চৌধুরী, শ্রী দেবাশীষ চন্দ।


অনুষ্ঠানে ধাপে ধাপে ভাষ্য পাঠ, চণ্ডীপাঠ ও সংগীত মিলিয়ে দেবী বন্দনার এক গম্ভীর আবহ সৃষ্টি হয়। কোরাসে পরিবেশিত “বাজলো তোমার আলোর বেনু”, “জাগো তুমি জাগো”, *“জয় জয় হে মহিষাসুরমর্দিনী”*সহ বহু আগমনী ও স্তোত্র পরিবেশনা উপস্থিত ভক্তদের মুগ্ধ করে। বাংলাদেশ হিন্দু মন্দিরের মহালয়া উদযাপন নিউইয়র্ক প্রবাসী হিন্দু সম্প্রদায়ের জন্য এক অনন্য আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়।