Logo

সাহিত্য সংস্কৃতি    >>   কবিতা: ফ্রেন্ড রিকোয়েস্ট- মোহাম্মদ আব্দুল আজিজ

কবিতা: ফ্রেন্ড রিকোয়েস্ট- মোহাম্মদ আব্দুল আজিজ

কবিতা: ফ্রেন্ড রিকোয়েস্ট- মোহাম্মদ আব্দুল আজিজ

কবিতা-
ফ্রেন্ড রিকোয়েস্ট
মোহাম্মদ আব্দুল আজিজ
 
ফেইসবুকে এমন সব
ফ্রেন্ড রিকোয়েস্ট পাই,
যাদের শুধুই আইডি আছে
প্রোফাইল ছবি নাই।

প্রোফাইল ছবি যাদের আছে
তাও নিজের নয়,
তাই বন্ধু করে নিতে তাদের
লাগে ভীষণ ভয়।

কারো আইডি জুড়ে পশুপাখি
শিশুর ছবি দেখি,
তার উপরে প্রোফাইল লক
সবই লাগে মেকি।

নেকাব পরে কেহ রাখেন
বন্ধু হবার বায়না,
তারা ফেইস দেখানোর মেলায় এসেও
ফেইস দেখাতে চায় না।

আবার কারো নামের বাহার দেখে
লিঙ্গ বুঝা দায়,
মুখোস পরা ছদ্মবেশরাও
বন্ধু হতে চায়।

কারো আবার আইডি খোলা
নামঠিকানা ছাড়াই,
ইচ্ছে করে হোমলেস ভেবে
সাহায্যের হাত বাড়াই।  

বলো! নামঠিকানা ছাড়া কিছু
যায় কি প্রেরণ করা?
তাকে বন্ধু ভেবে ধরতে গেলেও
সে আপনি অধরা।

তাই বুঝেশুনে বন্ধু করি
প্রোফাইল ঠিকঠাক পেলে,
হোক না দেশী বা বিদেশী
মেয়ে কিংবা ছেলে #


বাফেলো, নিউ ইয়র্ক