Logo

অপরাধ    >>   চলছে হিন্দু নির্যাতন: দিনাজপুরে নীলা রানীকে হ*ত্যা*র উদ্দেশ্যে রাম দা দিয়ে কু*পি*য়ে জ*খ*ম

চলছে হিন্দু নির্যাতন: দিনাজপুরে নীলা রানীকে হ*ত্যা*র উদ্দেশ্যে রাম দা দিয়ে কু*পি*য়ে জ*খ*ম

চলছে হিন্দু নির্যাতন: দিনাজপুরে নীলা রানীকে হ*ত্যা*র উদ্দেশ্যে রাম দা দিয়ে কু*পি*য়ে জ*খ*ম

প্রজ্ঞা নিউজ ডেস্ক :

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মনিপুর গ্রামে সংঘটিত হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ভয়াবহ বর্বরতা।

২৩ জুলাই ২০২৫, ( বাংলাদেশ তারিখ ও সময় )  মঙ্গলবার বিকেল ৬টার দিকে ফসলি জমি থেকে বাড়ি ফেরার পথে নৃশংস হামলার শিকার হন মনিপুর গ্রামের বাসিন্দা নীলা রানী রায়, বয়স ৪৪, স্বামী মৃত অনিত্র চন্দ্র রায়।

অভিযোগ মতে, একই ইউনিয়নের বাসিন্দা মোজাম্মেল হকের তিন ছেলে—সাবেক ইউপি সদস্য বাবুল রহমান, তারিকুল রহমান, শরিফুল ইসলাম এবং বাবুল রহমানের ছেলে মুন্না পরিকল্পিতভাবে নীলা রানীর ওপর হামলা চালায়। তারা রাম দাও দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার শরীরের বিভিন্ন অংশে গভীর জখমের চিহ্ন রয়েছে। ঘটনার সময় আশেপাশে কেউ না থাকায় হামলাকারীরা নির্দ্বিধায় হামলা চালাতে সক্ষম হয়।

আহতের ছেলে হৃদয়ের দাবি, জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে এই হামলা সংঘটিত হয়েছে। তিনি আরও জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল এবং সুযোগ পেয়ে প্রাণঘাতী আক্রমণ করে।

এখন পর্যন্ত কোন অভিযুক্ত গ্রেপ্তার হয়নি। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

এই ঘটনার দ্রুত তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হচ্ছে। সূত্র : Sajon Kumar Mistry's Facebook Post