অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে
- By N/A --
- 18 May, 2025
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ভিনেত্রী নুসরাত ফারিয়াকে। ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। । ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ভাটারা থানার একটি গুরুতর আহত করার (হত্যা চেষ্টা) মামলায় গ্রেফতার করা হয়েছে নুসরাত ফারিয়াকে। এখন নুসরাত ফারিয়া ডিবি (গোয়েন্দা পুলিশ) হেফাজতে আছেন বলেও জানান পুলিশ কর্মকর্তা তালেবুর রহমান।
তবে আজই তাকে আদালতে উপস্থাপন করা হবে কিনা সে বিষয়টি নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি। জুলাই গণ অভ্যুত্থানের সময় ভাটারা থানায় দায়ের করা এই হত্যাচেষ্টা মামলায় তাকেসহ আরো অনেক শিল্পীকে আসামী করা হয়েছে।
এ মামলায় নুসরাত ফারিয়া ছাড়াও অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আজিজুল হাকিম, চিত্রনায়িকা নিপুণ আক্তার, অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, জায়েদ খান, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিকসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।সূত্র: বিবিসি

















