Logo

অপরাধ    >>   ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলা: একজন নিহত, আরেকজন সঙ্কটাপন্ন—আফগান নাগরিক রাহমানুল্লাহ লাকানোয়াল আটক

ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলা: একজন নিহত, আরেকজন সঙ্কটাপন্ন—আফগান নাগরিক রাহমানুল্লাহ লাকানোয়াল আটক

ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলা: একজন নিহত, আরেকজন সঙ্কটাপন্ন—আফগান নাগরিক রাহমানুল্লাহ লাকানোয়াল আটক

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ওয়াশিংটন ডিসিতে বুধবার দুপুরে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর ঘটা ভয়াবহ অ্যামবুশ-স্টাইল গুলির ঘটনায় নিহত হয়েছেন ২০ বছর বয়সী আর্মির স্পেশালিস্ট সারা বেকস্ট্রম। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। দ্বিতীয় ভুক্তভোগী, ২৪ বছর বয়সী এয়ারফোর্স স্টাফ সার্জেন্ট অ্যান্ড্রু উলফ, অস্ত্রোপচারের পরও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন—এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জ্যানিন পিরো।
এই হামলার সন্দেহভাজন ব্যক্তি রাহমানুল্লাহ লাকানোয়াল, যিনি ২০২১ সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা এক আফগান নাগরিক। তাকে ঘটনাস্থলের কাছ থেকে আটক করা হয়েছে। তদন্তকারী সংস্থাগুলোর প্রাথমিক ধারণা—তিনি একাই হামলায় জড়িত।

নিহত হয়েছেন ২০ বছর বয়সী আর্মির স্পেশালিস্ট সারা বেকস্ট্রম।

লাকানোয়াল আফগানিস্তানে মার্কিন সরকারের অংশীদার নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন এবং কান্দাহারে সিআইএ–সমর্থিত বিশেষ ইউনিটে কাজ করতেন—এ তথ্য নিশ্চিত করেছে সিআইএ। যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করার পর ২০২১ সালের সংকটময় সময় মার্কিন বাহিনী তাকে উদ্ধার করে যুক্তরাষ্ট্রে আনে। তিনি বিশেষ অভিবাসন ভিসাধারী (SIV) হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এবং পরে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন।

হামলার সন্দেহভাজন আফগান নাগরিক রাহমানুল্লাহ লাকানোয়াল

ঘটনার পর পুরো দেশজুড়ে SIV প্রোগ্রাম, আফগান শরণার্থী যাচাই-বাছাই, এবং অভিবাসন নিরাপত্তা নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক ছড়িয়ে পড়েছে। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে আফগানদের সব অভিবাসন প্রক্রিয়া স্থগিত ঘোষণা করেছে এবং ভ্রমণ নিষিদ্ধ দেশের ১৯টি দেশের গ্রিনকার্ড আবেদন পুনরায় পর্যালোচনার নির্দেশ দিয়েছে।
এফবিআইসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থা এখন খতিয়ে দেখছে—লাকানোয়ালের ক্ষেত্রে নিরাপত্তাজনিত যাচাই প্রক্রিয়ায় কোনো ঘাটতি ছিল কি না। আফগান সহযোগীদের উদ্ধার কার্যক্রমে যুক্ত AfghanEvac সংগঠনের প্রতিষ্ঠাতা শন ভ্যানডাইভার সতর্ক করে বলেছেন—একজনের অপরাধ পুরো আফগান সম্প্রদায়ের ওপর দোষ চাপানোর কারণ হতে পারে না।
ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর এই হামলা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা, অভিবাসন নীতি এবং বিদেশি সহযোগীদের গ্রহণ-প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তদন্ত চলছে, আর কর্তৃপক্ষ জানিয়েছে—হামলার উদ্দেশ্য ও সন্দেহভাজনের সম্পূর্ণ পূর্বতথ্য দ্রুত উদ্ঘাটনে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখা হবে।সূত্র: সিবিএস নিউজ।