ভৈরবে তারেক রহমানের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
বিএনপি চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিটামইন–অষ্টগ্রাম) আসনের ধানের শীষের আলোচিত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান ভৈরবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) দুপুরে হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে তাৎক্ষণিকভাবে কিশোরগঞ্জের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও হাসপাতালে ভর্তি করা হয়। এ সংবাদ নিশ্চিত করেছেন সাংবাদিক এএসএম হামিদ হাসান।
তথ্যসূত্রে জানা যায়, জনসভায় অংশগ্রহণের উদ্দেশ্যে বাজিতপুরের দিকে রওনা দিয়েছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তবে পথিমধ্যে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরা দ্রুত তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রাখার পরামর্শ দেন।
হাসপাতালের পরিচালক ডা. বাহার উদ্দীন ভুঁইয়া গণমাধ্যমকে জানান, বর্তমানে অ্যাডভোকেট ফজলুর রহমানের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রথমদিকে তার তীব্র শ্বাসকষ্ট দেখা দিলেও দ্রুত অক্সিজেন দেওয়ার পর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি আরও জানান, রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, জ্বর ও অতিরিক্ত শ্বাসকষ্টের উপসর্গ থাকায় তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারেন। তবে সব পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই চূড়ান্তভাবে রোগ নির্ণয় করে উপযুক্ত চিকিৎসা দেওয়া হবে।


















