নববর্ষের প্রতিজ্ঞা: মানবতার পুনর্জাগরণে আত্মশুদ্ধির আহ্বান
স্বজন বনিক | নিউইয়র্ক:
নববর্ষ আসে নিয়ম করে। ক্যালেন্ডারের পাতা বদলায়, শুভেচ্ছার বন্যা নামে সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু প্রশ্ন থেকে যায়—বছর বদলালেই কি মানুষ বদলায়? বাস্তবতা বলছে, বদলায় না। বছর আসে, বছর যায়, অথচ হতাশা, অবিশ্বাস আর স্বার্থপরতা আমাদের পিছু ছাড়ে না।
আমরা আজ এমন এক সমাজে বাস করছি, যেখানে বাহ্যিক চাকচিক্য আছে, কিন্তু অন্তরের শুদ্ধতা ক্রমেই ক্ষয়প্রাপ্ত। কৃত্রিম হাসি, সাজানো সৌজন্য আর স্বার্থের সম্পর্ক দিয়ে গড়ে উঠেছে এক বহুরূপী সামাজিক কাঠামো। সুযোগ পেলেই মানুষ মানুষের ক্ষতি করে—লাভের জন্য, ক্ষমতার জন্য, কিংবা শুধুই ব্যক্তিগত স্বার্থে।
বিশ্বব্যাপী সামাজিক গবেষণাগুলোও এই সংকটের ইঙ্গিত দেয়। একাধিক আন্তর্জাতিক জরিপে দেখা যাচ্ছে, সামাজিক বিশ্বাস (social trust) দিন দিন কমছে। পরিবার, প্রতিবেশী এমনকি নিকট আত্মীয়দের মধ্যেও সন্দেহ আর বিভাজন বেড়েছে। স্বার্থ ও লোভের অন্ধ প্রতিযোগিতায় মানবিক মূল্যবোধ আজ প্রান্তিক।
এই পরিস্থিতিতে নববর্ষের অর্থ কি কেবল নতুন পোশাক, নতুন পরিকল্পনা আর নতুন প্রত্যাশা? নাকি নববর্ষ হওয়া উচিত আত্মসমালোচনার একটি মুহূর্ত—যেখানে আমরা নিজেকে প্রশ্ন করি, আমি কেমন মানুষ হচ্ছি?
আজ আমরা প্রায়ই “আমার ভালো” নিয়ে ভাবি, কিন্তু “অপরের ভালো”কে দায় হিসেবে নিতে ভয় পাই। অথচ সমাজ টিকে থাকে পারস্পরিক দায়বদ্ধতায়। ইতিহাস সাক্ষ্য দেয়, যে সমাজে সহমর্মিতা, ন্যায়বোধ ও নৈতিকতা ক্ষয়প্রাপ্ত হয়, সে সমাজ অবশেষে সংকটে পতিত হয়—সে দেশ উন্নত হোক বা উন্নয়নশীল।
সবচেয়ে উদ্বেগের বিষয়, এই স্বার্থপরতার ছায়া এখন পরিবার পর্যন্ত বিস্তৃত। সম্পর্কের মধ্যে ভালোবাসার জায়গা দখল করছে হিসাব-নিকাশ। আপন-পরের ভেদাভেদ মুছে যাওয়ার কথা ছিল মানবিক চেতনায়, অথচ তা মুছে যাচ্ছে বিবেকহীনতায়। এর ফলেই মানবতা আজ হারিয়ে যেতে বসেছে।
অথচ সৃষ্টিকর্তা মানুষকে পাঠিয়েছেন শ্রেষ্ঠ সৃষ্টির মর্যাদা দিয়ে—বিবেক, বোধ আর দায়িত্ববোধসহ। লোভ, হিংসা, বিদ্বেষ আর বিবাদ যদি আমাদের পরিচয় হয়ে দাঁড়ায়, তবে সেই মানুষত্বের মূল্য কোথায়?
নববর্ষ তাই হওয়া উচিত প্রতিজ্ঞার দিন। প্রতিজ্ঞা—নিজেকে শুদ্ধ করার। প্রতিজ্ঞা—অন্যায়ের বিরুদ্ধে নীরব না থাকার। প্রতিজ্ঞা—নিজের সামর্থ্য অনুযায়ী হলেও মানুষের পাশে দাঁড়ানোর। বছরে একদিন নয়, বছরের প্রতিটি দিন মানবকল্যাণে নিজেকে যুক্ত করার।
এই নববর্ষে আমাদের প্রার্থনা হোক
আমরা যেন আরও সংবেদনশীল হই,
আরও দায়িত্বশীল হই,
আর সবচেয়ে বড় কথা, মানুষ হই।
নববর্ষ তখনই অর্থবহ হবে, যখন ক্যালেন্ডারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের চিন্তা, আচরণ ও মূল্যবোধেও পরিবর্তন আসবে। মানবতার আলোয় আলোকিত হোক নতুন বছর—এই হোক আমাদের সম্মিলিত প্রতিজ্ঞা।
স্বজন বনিক | নিউইয়র্ক

















