Logo

সাহিত্য সংস্কৃতি    >>   কবিতা: ও ডাক্তার! দাও না বলে—মোহাম্মদ আব্দুল আজিজ

কবিতা: ও ডাক্তার! দাও না বলে—মোহাম্মদ আব্দুল আজিজ

কবিতা: ও ডাক্তার! দাও না বলে—মোহাম্মদ আব্দুল আজিজ

ও ডাক্তার! দাও না বলে 
মোহাম্মদ আব্দুল আজিজ

ও ডাক্তার! দাও না বলে
কী হয়েছে বুকে?
তোমায় দেখলে কেন আমি
ভাসি মহা সুখে?

কেউ বলে আমার না কী
হয়েছে হৃদরোগ,
তাই যখন তখন হার্টফেল হবার
আছে বেশি ঝোঁক।
কেউ বা বলে ভুত চেপেছে
আমার বুকের মাঝে,
তাই শুইতে গেলে ঘুম আসে না
মন বসেনা কাজে।
আর কোন রোগ নেই যে আমার
শুধুই ব্যথা বুকে।-ঐ

দাও না আমায় সে ওষুধের
নামটা এবার লিখে,
তোমায় না দেখলে কেন
মনটা থাকে ফিকে?
তোমায় দেখলে ধুকধুকানি
কেন বেড়ে যায়?
তোমার স্টেথোস্কোপের ছোঁয়া পেতে
কেন যে মন চায়?
কেন তোমায় দেখলে বাঁচি
নইলে মরি দুখে?-ঐ