Logo

রাজনীতি    >>   শাহজাহান চৌধুরীর বক্তব্যের পর তার বিরুদ্ধে অভ্যন্তরীণ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশে জামায়াতে ইসলামী

শাহজাহান চৌধুরীর বক্তব্যের পর তার বিরুদ্ধে অভ্যন্তরীণ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশে জামায়াতে ইসলামী

শাহজাহান চৌধুরীর বক্তব্যের পর তার বিরুদ্ধে অভ্যন্তরীণ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশে জামায়াতে ইসলামী

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

বাংলাদেশে জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরী বক্তব্যের পর তার বিরুদ্ধে অভ্যন্তরীণ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দলটি।

রবিবার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মাদ শাজহাজান এক বিবৃতিতে বলেছে, ‘বক্তব্যটি (শাহজাহান চৌধুরীর) আমরা দেখেছি। এটা একান্তই উনার বক্তব্য। এটার ব্যাখ্যা উনি ভালো দিতে পারবেন। তার এই বক্তব্য জামায়াত সমর্থন করে না। আমরা তাৎক্ষণিকভাবে তার দৃষ্টি আকর্ষণ করেছি। এ ঘটনায় আমরা অভ্যন্তরীণভাবেও আমাদের মতো ব্যবস্থা নিচ্ছি’।

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, প্রশাসন পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করবেন। এখানে আমাদের হস্তক্ষেপের কিছু নেই। অতীতে প্রশাসনের যারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেননি, তারা দেশের ক্ষতি করেছেন”।

এর আগে গত শনিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে জামায়াত নেতা শাহজাহান চৌধুরী আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ থেকে বস্তা বস্তা টাকা ও অস্ত্র ঢুকবে বলে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে।’

শাহজাহান চৌধুরীর এই বক্তব্যে এ নিয়ে নানা সমালোচনা তৈরি হয়। সমালোচনার পরই এ নিয়ে জামায়াত নিজেদের অবস্থান স্পষ্ট করে বক্তব্য দিয়েছে।সূত্র: বিবিসি