ব্রিটেনে শিশু শিক্ষার্থীদের বিরুদ্ধে যৌন নিপীড়ন: বাংলাদেশি বংশোদ্ভূত ধর্মীয় শিক্ষক হাফেজ আশরাফ উদ্দিনের ১২ বছরের কারাদণ্ড
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ব্রিটেনে শিশু শিক্ষার্থীদের ওপর দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে যৌন নিপীড়ন চালানোর অপরাধে বাংলাদেশি বংশোদ্ভূত ধর্মীয় শিক্ষক হাফেজ আশরাফ উদ্দিনকে ১২ বছরের কঠোর কারাদণ্ড দিয়েছেন আদালত। এই রায় শুধু ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিতেই নয়, বরং পুরো যুক্তরাজ্যে শিশু সুরক্ষা নিয়ে নতুনভাবে উদ্বেগ সৃষ্টি করেছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, মাদরাসা ও ব্যক্তিগত টিউশনসহ বিভিন্ন জায়গায় পাঠদানকালে তিনি একাধিক নাবালক শিক্ষার্থীর ওপর যৌন নির্যাতন চালাতেন। দীর্ঘ তদন্ত, ভুক্তভোগীদের জবানবন্দি এবং প্রমাণ উপস্থাপনের পর আদালত আশরাফ উদ্দিনকে দোষী সাব্যস্ত করে। বিচারক রায়ে বলেন, “বিশ্বাসের জায়গা থেকে শিক্ষার্থীরা তার কাছে যেত, আর সেই বিশ্বাসকে ন্যক্কারজনকভাবে ভাঙা হয়েছে।”
এই ঘটনা স্থানীয় কমিউনিটিতে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। অভিভাবকরা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আরও কঠোর নজরদারি প্রয়োজন। ব্রিটিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও জানিয়েছে, শিশুদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।
কমিউনিটি নেতারা এবং শিক্ষাবিদরা শিশু সুরক্ষায় অভিভাবকদের সচেতনতা, প্রতিষ্ঠান পর্যায়ে মনিটরিং এবং শিক্ষকদের ব্যাকগ্রাউন্ড যাচাই আরও কঠোর করার আহ্বান জানান।
এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেও, বিশেষজ্ঞদের মতে—এ ধরনের অপরাধ প্রতিরোধে পরিবার, প্রতিষ্ঠান ও সমাজ—সব স্তরেই দায়িত্বশীল ভূমিকা পালন জরুরি।

















