টঙ্গীবাড়ীতে মহিলা দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচনী সভা—তৃণমূলে ঐক্য ও জনসমর্থন বৃদ্ধির আহ্বান
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মহিলা নেত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমতাজ আলোর নেতৃত্বে ধানের শীষের পক্ষে গুরুত্বপূর্ণ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, বিকেলে উপজেলার কামারখাড়া গ্রামের তাঁর নিজ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
আইবিএন নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন সাংবাদিক মাসুম হাসান আরিফ।
সভায় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বার কাজী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম মামুন মোল্লা, যুবদলের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, হোসেন লিখন খান, শিলই ইউনিয়ন BNP-এর সাংগঠনিক সম্পাদক শাকিল বেপারী, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শাহা জালাল চকিদারসহ অঙ্গ–সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয় মহিলা নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন—
রোমানা আক্তার, রুথি আক্তার, মুন্নি আক্তার, পারভিন আক্তার ও জান্নাত বেগম।
বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ধানের শীষের পক্ষে জনসমর্থন আরও শক্তিশালী করতে তৃণমূলে সংগঠনকে সক্রিয় করতে হবে। নেতারা ভবিষ্যৎ কর্মসূচি সফল করতে ঐক্য বজায় রাখা এবং সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।
সভা শেষে নেতাকর্মীদের মাঝে প্রেরণার বার্তা ছড়িয়ে পড়ে যে, তৃণমূলের ঐক্যই আগামী দিনের আন্দোলন-সংগ্রামের প্রধান শক্তি।

















