Logo

রাজনীতি    >>   রাজাপুরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে দোয়া ও মিলাদ—নেতাকর্মীদের ঢল, গণতন্ত্র পুনরুদ্ধারের সফলতা কামনা

রাজাপুরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে দোয়া ও মিলাদ—নেতাকর্মীদের ঢল, গণতন্ত্র পুনরুদ্ধারের সফলতা কামনা

রাজাপুরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে দোয়া ও মিলাদ—নেতাকর্মীদের ঢল, গণতন্ত্র পুনরুদ্ধারের সফলতা কামনা

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, বিকেলে নৈকাঠি বাজার এলাকায় এ আয়োজন করেন ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।
দোয়া মাহফিলে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী অংশ নেন। তারা তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করেন। আয়োজক সেলিম রেজা বলেন, “তারেক রহমানই জাতীয়তাবাদী রাজনীতির ধারক-বাহক এবং দেশের তরুণ প্রজন্মের অনুপ্রেরণার উৎস।”
মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুর হোসেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম মোস্তফা সিকদার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু, সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক দীলিপ, উপজেলা তাতীদল সাধারণ সম্পাদক কবির সিকদার, মঠবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদার, সাংগঠনিক সম্পাদক হালিম গাজি, শ্রমিকদল নেতা রফিকুল ইসলাম খান, মাসুদ তালুকদার, শুক্তাগড় ইউনিয়ন বিএনপি নেতা বেলায়েত হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদল নেতা মুসা হাওলাদার নিপু, রাজাপুর মহিলা দলের নেত্রী নাসিমা বেগম, শাহাদাৎ তালুকদার প্রমুখ।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।