Logo

সাহিত্য সংস্কৃতি    >>   বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান??—নয়ন বিশ্বাস রকি

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান??—নয়ন বিশ্বাস রকি

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান??—নয়ন বিশ্বাস রকি

পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ ??
--হুম
ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী ??
--হুম
সৌদি আরবের জাতির পিতা ইবনে সৌদ ??
--হুম
তুরস্কের জাতির পিতা মোস্তফা কামাল
আতাতুর্ক ??
--হুম
ইরানের জাতির পিতা হযরত আল্লামা
আয়াতুল্লাহ খোমেনী ??
--হুম
ফিলিস্তিনের জাতির পিতা ইয়াসির আরাফাত ??
--হুম
সংযুক্ত আরব আমিরাতের জাতির পিতা শেখ
জায়েদ বীন সুলতান নাহিয়ান ??
--হুম
ইন্দোনেশিয়ার জাতির পিতা সূকর্ণ ?
-- হুম
বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান ??
-- না না এইটা কেম্নে ??! ইব্রাহিম (আঃ) আমাদের
জাতির পিতা। তুই একটা নাস্তিক। তুই
আওয়ামীলীগ!! তুই একটা বিধর্মী!!

হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ এবং বারো
জাতিতে পরিপূর্ণ জনগোষ্ঠীর শত রাজনৈতিক
দল থাকলেও জাতির পিতা নিয়ে তাদের মধ্যে
কোন দ্বিধা বা বিভক্তি নাই। সিংগাপুরেও
লিকুয়ান ইয়ো হচ্ছেন জাতির পিতা। এখানেও
চাইনিজ, মালে এবং তামিল সম্প্রদায়ের
লোকজন বিনা দ্বিধায় লিকুয়ান ইয়োকেই তাদের
জাতির পিতা মনে করেন। সাউথ আফ্রিকার
লোকজন নেলসন ম্যান্ডেলাকে তাদের জাতির
পিতা বলেন। আমেরিকাসহ বিশ্বের অন্যান্য
লোকজনের মধ্যেও তাদের জাতির পিতা নিয়ে
সংশয় নাই।
কিন্তু পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যারা
তাদের জাতির পিতা নিয়া দ্বিধাবিভক্ত।
আমরাই একমাত্র মহান জাতি যারা জাতির জনক
নিয়ে প্রশ্ন করলেই বঙ্গবন্ধুর সাথে আল্লাহর
নবী ইব্রাহিম (আঃ) এর তুলনা করি।
জাতি বলতে কী বুঝায় ?
জাতি বলতে কোন একক অংশকে বুঝায় না।
জাতির বহুরূপতা আছে। যেমনঃ দেশ জাতি, ভাষা
জাতি, ধর্ম জাতি, বর্ণ জাতি, গোত্র জাতি,
প্রভৃতি। আমরা এক এক জন মানুষ একই সাথে
বহুজাতির মধ্যে অন্তর্ভুক্ত।
যেমনঃ আমি দেশ জাতি হিসেবে একজন
বাংলাদেশি, ভাষা জাতি হিসেবে একজন বাঙ্গালি,
ধর্ম জাতি হিসেবে একজন মুসলিম বা হিন্দু, বর্ণ
জাতি হিসেবে একজন শ্বেতাঙ্গ বা কৃষ্ণাঙ্গ
ইত্যাদি।
এতগুলো বিভাজিত জাতির মধ্যে যে যে অংশে যে
নেতার অবদান সে সে অংশে বা গন্ডিতে তিনিই
জাতির পিতা।
পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী
জিন্নাহ, সৌদি আরবের জাতির পিতা ইবনে
সৌদ, তুরস্কের জাতির পিতা মোস্তফা কামাল
আতাতুর্ক উপরের সবই ঠিক!
কিন্তু আমাদের বেলায় আমরা বঙ্গবন্ধুকে
জাতির পিতা হিসেবে মানতে চাইনা জাতীয়তা
বাদ দিয়ে আমরা তখন ধর্মের দিকে চলে যাই।
আর তাই কিছু না পেয়ে তখনই টেনে আনি মুসলিম
জাতির পিতাকে !!

দেশের জন্য বঙ্গবন্ধুর জেল জীবনঃ
১। ১৯৩৮- ৭ দিন
২। ১৯৪৮ - ৪ মাস
৩। ১৯৪৯- ৯ মাস
৪। ১৯৫০- ১ বছর
৫। ১৯৫১- ১ বছর
৬। ১৯৫২- ২ মাস
৭। ১৯৫৪- ৮ মাস
৮। ১৯৫৮- ৩ মাস
৯। ১৯৫৯- ১ বছর
১০। ১৯৬০- ১ বছর (কার্যত গৃহবন্দি, রাজনীতি নিষিদ্ধ)
১১। ১৯৬১- ১ বছর (কার্যত গৃহবন্দি, রাজনীতি নিষিদ্ধ)
১২। ১৯৬২- ৬ মাস
১৩। ১৯৬৪- ১০ মাস
১৪। ১৯৬৫- ১ বছর
১৫। ১৯৬৬- ১১ মাস
১৬। ১৯৬৭- ১ বছর
১৭। ১৯৬৮- ১ বছর
১৮। ১৯৬৯- ২ মাস
১৯। ১৯৭১- ১০ মাস
২০। ১৯৭২- ৮ দিন
কার জন্য ছিলো এই ত্যাগ ??জাতির বিবেকের কাছে প্রশ্ন ....

লেখক : নয়ন বিশ্বাস রকি, সাবেক ছাত্রলীগ নেতা