Logo

আন্তর্জাতিক    >>   সিলেট-৪ আসনে রাশেল উল আলমের পক্ষে জ্যাকসন হাইটসে প্রচারণা ও সমর্থন সভা অনুষ্ঠিত

সিলেট-৪ আসনে রাশেল উল আলমের পক্ষে জ্যাকসন হাইটসে প্রচারণা ও সমর্থন সভা অনুষ্ঠিত

সিলেট-৪ আসনে রাশেল উল আলমের পক্ষে জ্যাকসন হাইটসে প্রচারণা ও সমর্থন সভা অনুষ্ঠিত

প্রজ্ঞা নিউজ ডেস্ক, নিউইয়র্ক, ৮ নভেম্বর ২০২৫:
বাংলাদেশের নতুন রাজনৈতিক দল ন্যাশনাল কংগ্রেস পার্টি (NCP) আনুষ্ঠানিকভাবে ‘শাপলা কলি’ নির্বাচনী প্রতীক পাওয়ায় যুক্তরাষ্ট্রে প্রবাসী এনসিপি নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এনসিপি ডায়াসপোরা ইউএসএ (NCP DIASPORA USA)-এর উদ্যোগে এক আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র নেতা তৌকির চৌধুরী (Toukir Chowdhury)-এর নেতৃত্বে মিছিলটি জ্যাকসন হাইটসের ৭৩তম স্ট্রিট এলাকা প্রদক্ষিণ করে।

এনসিপি'র সিলেট ৪ আসনের প্রার্থী রাশেল উল আলম

আনন্দ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনের এনসিপি প্রার্থী রাশেল উল আলমের পক্ষে প্রচারণা ও সমর্থন জানান।
সমাবেশে বক্তৃতা করেন—
সিলেট-৪ আসনের প্রার্থী রাশেল উল আলম,তৌকির চৌধুরী,
মুসলেহ উদ্দিন শাকিল,ইফতেখের আলম,মাহমুদুল পাহলভী,
নিজামুল শাহীর,জি এম নিলয়,
নুমায়ের দিহান এবংমুহাম্মদ মুহাইমিন সাইমন প্রমুখ।
বক্তারা বলেন, “বাংলাদেশের নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে এনসিপি দেশের তরুণ প্রজন্ম, প্রবাসী নাগরিক ও পরিবর্তন-চাওয়া জনগণের প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছে। শাপলা কলি প্রতীক দেশের শান্তি, ঐক্য ও উন্নয়নের প্রতীক।
”রাশেল উল আলম তাঁর বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়ে বলেন,“আমাদের লক্ষ্য একটি ন্যায়ভিত্তিক ও অংশগ্রহণমূলক বাংলাদেশ গড়া। প্রবাসীরা সবসময়ই দেশের পরিবর্তনের অনুপ্রেরণা — তাদের সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।
”সমাবেশে প্রবাসী বাংলাদেশিরা পোস্টার ও শ্লোগানে মুখর করে তোলেন জ্যাকসন হাইটস এলাকা।

ভিডিও দেখুৃন:-