Logo

আন্তর্জাতিক    >>   যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিককে ২০০০ ডলার লভ্যাংশ দেওয়ার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিককে ২০০০ ডলার লভ্যাংশ দেওয়ার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিককে ২০০০ ডলার লভ্যাংশ দেওয়ার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি পণ্যে আরোপিত শুল্ক থেকে পাওয়া অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিককে অন্তত দুই হাজার ডলার করে ‘লভ্যাংশ’ (ডিভিডেন্ড) দেওয়ার ঘোষণা দিয়েছেন।

গতকাল রোববার (৯ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, যারা শুল্কের বিরোধিতা করে, তারা নির্বোধ! আমরা এখন বিশ্বের সবচেয়ে ধনী, সবচেয়ে সম্মানিত দেশ। আমাদের দেশে প্রায় কোনো মূল্যস্ফীতি নেই, শেয়ারবাজারে রেকর্ড উচ্চতা, আর মানুষের ৪০১(কে) সঞ্চয় সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে।

ডোনাল্ড ট্রাম্প আরও লিখেছেন, আমরা ট্রিলিয়ন ডলারের রাজস্ব সংগ্রহ করছি এবং শিগগিরই যুক্তরাষ্ট্রের ৩৭ ট্রিলিয়ন ডলারের বিশাল ঋণ পরিশোধ শুরু করবো। দেশজুড়ে নতুন নতুন কারখানা ও উৎপাদন কেন্দ্র গড়ে উঠছে, বিনিয়োগের রেকর্ড তৈরি হয়েছে।

এসময় তিনি জানান, বিদেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক থেকে প্রাপ্ত আয় থেকে শিগগির প্রত্যেক মার্কিন নাগরিককে অন্তত দুই হাজার ডলার করে ‘লভ্যাংশ’ দেওয়া হবে। তবে উচ্চ আয়ের নাগরিকদের এই সুবিধার বাইরে রাখা হবে।

বাস্তবায়ন নিয়ে অস্পষ্টতা

ট্রাম্পের এই ঘোষণার বিষয়ে এবিসির ‘দিস উইক’ অনুষ্ঠানে প্রশ্ন করা হলে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, শুল্ক থেকে সরকারের আয় বৃদ্ধি পেলেও এর মূল লক্ষ্য রাজস্ব সংগ্রহ নয়, বরং যুক্তরাষ্ট্রে উৎপাদন ফিরিয়ে আনা এবং বাণিজ্যের ভারসাম্য পুনঃস্থাপন করা।

তবে ট্রাম্পের ঘোষিত দুই হাজার ডলারের লভ্যাংশ বাস্তবে কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো প্রস্তাব নেই। বেসেন্ট বলেন, আমি এখনো প্রেসিডেন্টের সঙ্গে এ বিষয়ে কথা বলিনি। তবে এই লভ্যাংশ বিভিন্নভাবে নাগরিকদের কাছে পৌঁছাতে পারে, যেমন কর হ্রাস বা কর অব্যাহতির মাধ্যমে।

তিনি আরও উল্লেখ করেন, প্রেসিডেন্টের কর-সংক্রান্ত এজেন্ডায় টিপস ও অতিরিক্ত সময়ের কাজের ওপর কর বাতিলের বিষয়টি রয়েছে। সেখান থেকেও এই আর্থিক সুবিধা আসতে পারে। সূত্র: পলিটিকো