Logo

আন্তর্জাতিক    >>   যুক্তরাষ্ট্রে জেল হত্যা ও মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালন— নিউইয়র্কে বঙ্গবন্ধুর আদর্শে শপথ নিলেন মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনসমূহ

যুক্তরাষ্ট্রে জেল হত্যা ও মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালন— নিউইয়র্কে বঙ্গবন্ধুর আদর্শে শপথ নিলেন মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনসমূহ

যুক্তরাষ্ট্রে জেল হত্যা ও মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালন— নিউইয়র্কে বঙ্গবন্ধুর আদর্শে শপথ নিলেন মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনসমূহ

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
১৯৭৫ সালের ৩ নভেম্বর, ঢাকা কেন্দ্রীয় কারাগারের অন্ধকারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ধারক- বাহক জাতীয় চার নেতা — সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন (অব.) মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়। তৎকালীন সামরিক শাসনের পৈশাচিক নিষ্ঠুরতার এই ঘটনা ইতিহাসে ‘জেল হত্যা’ নামে চিহ্নিত হয়ে আছে।
এছাড়া একই বছরের ৭ নভেম্বর, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার হয়ে প্রাণ হারান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জেনারেল খালেদ মোশাররফসহ বহু মুক্তিযোদ্ধা। সেই মর্মান্তিক ঘটনার স্মরণে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী পরিবার, এবং মুক্তিযুদ্ধের পক্ষের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসমূহের উদ্যোগে পালিত হলো “জেল হত্যা দিবস” ও “মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস”।
গত রবিবার, ২ নভেম্বর ২০২৫, বিকাল ৪টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় শোক র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
এই আয়োজনের সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর এবং সঞ্চালনা করেন দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আবু বকর, প্রফেসর ও কলামিস্ট হোসনে আরা, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, এডভোকেট জাকির এইচ মিয়া, এডভোকেট এমএ সাত্তার, কবি অবিনাশ আচার্য এবং আরও অনেকে।
বক্তারা জাতীয় চার নেতা ও ৭ নভেম্বর নিহত মুক্তিযোদ্ধা সৈনিকদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং এই হত্যাকাণ্ডকে বঙ্গবন্ধুর স্বাধীনতার চেতনা ধ্বংসের নীলনকশা হিসেবে উল্লেখ করেন। তারা প্রবাস থেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানান।
সভা শেষে সানাই রেস্টুরেন্টে আলোচনা পর্ব ও নৈশভোজের আয়োজন করা হয়। এতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও প্রবাসী বাঙালি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এদিন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশের জন্য নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন সবাই। সূত্র: হাকিকুল ইসলাম খোকন