Logo

আন্তর্জাতিক    >>   বাংলা ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটি (BILS)-এর সাহিত্য সমাবেশ মনসিতে অনুষ্ঠিত হবে ৯ নভেম্বর

বাংলা ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটি (BILS)-এর সাহিত্য সমাবেশ মনসিতে অনুষ্ঠিত হবে ৯ নভেম্বর

বাংলা ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটি (BILS)-এর সাহিত্য সমাবেশ মনসিতে অনুষ্ঠিত হবে ৯ নভেম্বর

প্রজ্ঞা নিউজ, মনসি, নিউইয়র্ক | ৯ নভেম্বর ২০২৫:

বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে নিবেদিত প্রবাসী সংগঠন বাংলা ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটি (BILS) আগামী রবিবার, ৯ নভেম্বর ২০২৫ নিউইয়র্কের ২৫৩ অ্যাকারটাউন রোড, মনসি (Monsey, NY 10952) ঠিকানায় আয়োজন করছে এক বিশেষ সাহিত্য সমাবেশ ও সাংস্কৃতিক মিলনমেলা।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ধনঞ্জয় সাহা (Monsey, NY)-এর সভাপতিত্বে দিনব্যাপী এ সাহিত্য আসরে যুক্তরাষ্ট্রসহ দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট কবি, লেখক ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।
দুপুর ১২টা থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত থাকবে লাঞ্চ, সামাজিক আড্ডা ও ফটোসেশন।
এরপর দুপুর ১টা থেকে ১টা ৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে অতিথি কবি ডেভিড লি মরগান (David Lee Morgan, London, UK)-কে পরিচিতি ও স্বাগত জানানো, যা পরিচালনা করবেন সভাপতি ধনঞ্জয় সাহা।
দুপুর ১টা ৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে কমিউনিটি নেতৃবৃন্দ ও লেখকদের পরিচিতি এবং কবিতা পাঠ।
অংশগ্রহণ করবেন—
কমিউনিটি নেতৃবৃন্দ: দেবল গুপ্ত (Sparta, NJ), টাইটানিয়া গুপ্ত (Yorktown Heights, NY), ড. কৌশিক কর (Goldens Bridge, NY), আশ্বিনী প্রসাদ (Queens, NY), সাগর লোহানি (Bronx, NY), জ্ঞান মেল্লা (Spring Valley, NY), ওরা সুকভ (Monsey, NY), ক্লারা রোজারিও (Bronx, NY)।
লেখকবৃন্দের মধ‍্যে থাকবেন, সাংঘমিত্রা ভট্টাচার্য (Livingston, NJ), ফকির ইলিয়াস (Queens, NY), ফারহানা ইলিয়াস তুলী (Queens, NY), সুমা রোজারিও (Queens, NY), আশ্বিনী প্রসাদ (Queens, NY), ধানঞ্জয় সাহা (Monsey, NY), ও বেনজীর শিকদার (Bronx, NY)।
অন্যদের পাঠে থাকবেন , ইশরাত বুখারী (Monsey, NY), দানেলা রোজারিও (New Rochelle, NY) ও থোকোজানি এনডাবা (Johannesburg, South Africa)।
এছাড়াও আয়োজকরা জানান, দুপুর ১টা ৪৫ থেকে ২টা ৪৫ পর্যন্ত কবি ডেভিড লি মরগান আবৃত্তি করবেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর কবিতা ‘বিদ্রোহী’ (The Rebel)-এর ইংরেজি অনুবাদ এবং তাঁর নিজস্ব রচনা UNCLE TOM’S WAR, Haiti and the Whipping Machine .
বিকেল ২টা ৪৫ থেকে ৩টা ১৫ পর্যন্ত পরিবেশিত হবে আবৃত্তি ও সংগীত।
আবৃত্তিতে থাকবেন , সাংঘমিত্রা ভট্টাচার্য, ক্ল‍্যারা রোজারিও ও নিলুফার জারিন।
গানে অংশ নেবেন , অ্যান্ড্রু শ্যান্টজ (Paterson, NJ), ড. শিউলি রায় (Goldens Bridge, NY) এবং ভারত থেকে আগত বিশিষ্ট শিল্পী উস্তাদ কামাল সাবরি (Mumbai, India)।
বিকেল ৩টা ১৫ থেকে ৩টা ২০ পর্যন্ত থাকবে ধন্যবাদ জ্ঞাপন পর্ব।
এরপর বিকেল ৩টা ৩০ থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ফার্ম ট্যুর।
 বিস্তারিত জানতে 
+1 917-693-9291, বা
উত্তম কুমার সাহা: 1-917-302-5051 যোগাযোগ করতে অনুরোধ করেন ।
মিডিয়া পার্টনার , প্রজ্ঞা নিউজ — www.progganews.us
বাংলা ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটি (BILS) প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যচর্চার এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে সৃজনশীল ও সংস্কৃতিক মেলবন্ধনের নতুন দিগন্ত উন্মোচন করছে।