Logo

রাজনীতি    >>   ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানোর ঘোষণা — নিউইয়র্কে বললেন জামায়াত আমির

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানোর ঘোষণা — নিউইয়র্কে বললেন জামায়াত আমির

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানোর ঘোষণা — নিউইয়র্কে বললেন জামায়াত আমির

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নারী কর্মজীবীদের কর্মঘণ্টা কমানোর আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “নারী ও পুরুষ উভয়ের সমান ৮ কর্মঘণ্টা নারীদের প্রতি অবিচার। আমরা ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে—হয়তো পাঁচ ঘণ্টায় নামিয়ে আনা সম্ভব।”
স্থানীয় সময় রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকানস–এর উদ্যোগে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় তিনি এ ঘোষণা দেন।
নারীদের স্বাধীনতা নিয়ে জামায়াত সম্পর্কে প্রচলিত বিতর্কের জবাবে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন—
“আমাদের বদনাম করা হয় যে ক্ষমতায় গেলে নারীদের ঘরে তালা দিয়ে রাখবো! কিন্তু এত তালা কেনার টাকা কোথায়?”


জুলাই হত্যাকাণ্ডের বিচারে ‘দৃশ্যমান রায়’ দেখতে চায় জনগণ — ডা. শফিক
আওয়ামী লীগ সরকারের বাকি মেয়াদে বাংলাদেশের মানুষ জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান রায় দেখতে চায় বলে মন্তব্য করেন তিনি। পরবর্তীতে যে-ই ক্ষমতায় আসুক, তাকে ন্যায়ভিত্তিকভাবে এসব রায়ের সমাপ্তি টানতে হবে বলেও তিনি দাবি করেন।
বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনীতির চাঙ্গা করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, 
ক্ষমতায় গেলে দেশে বিনিয়োগের সুযোগ আরও সম্প্রসারণের পরিকল্পনার কথাও উল্লেখ করেন জামায়াতের আমির।
তিনি বলেন—
“মায়েরা সন্তান জন্ম দেন, দুধ পান করান, লালন-পালন করেন—একই সঙ্গে কর্মজীবনের দায়ও সামলান। তাই তাদের জন্য আলাদা বিবেচনা প্রয়োজন।”