
নিউইয়র্কে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে ‘অঞ্জলী ২০২৫’ মোড়ক উন্মোচন
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
প্রতি বছরের ন্যায় এবছরও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রী শ্রী দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত বার্ষিক ম্যাগাজিন “অঞ্জলী ২০২৫”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুভ মহালয়ার দিন, গত ২১ সেপ্টেম্বর রবিবার রাত ৮টায় নিউইয়র্কের উডসাইডের রুমা কিচেনে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি পলাশ রায় এর সভাপতিত্বে এবং রুপন দেবনাথ এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথিদের উপস্থিতিতে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করা হয়। ম্যাগাজিন সম্পাদক নয়ন বোসকে অভিনন্দন জানানোর পাশাপাশি বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ভজন সরকার, দীপক রায়, অপূর্ব পাল, পল্লব সরকার, শ্যামল রুদ্র, অনিমেষ রায়, শ্যামল পাল, শ্যামল কর, দিলীপ বিশ্বাস, বিশ্বজিৎ রায়, প্রদীপ সূত্রধরসহ অন্যান্য নেতৃবৃন্দ। সাধারণ সম্পাদক কমলেশ বাছার এর নির্দেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এছাড়াও সংগঠনের বিভিন্ন সম্পাদক ও সদস্যবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, নিত্যানন্দ রায়, লিটন দেব, ঝলক রায়, সুমন দাস, রতন দাস, কৃষ্ণ দাস, বাবু পাল, নিখীল ভৌমিক, কল্লোল বিশ্বাস, বিশ্বজিৎ বিশ্বাস, কাজল সরকার, উত্তম কুমার সাহা প্রমুখ।
বক্তারা জানান, এবছরের দুর্গাপূজা অনুষ্ঠিত হবে নিউইয়র্কের উডসাইডের কুইন্স পেলেসে। পূজার দিনগুলোতে দেশ-বিদেশের শিল্পীরা সঙ্গীত, নৃত্যসহ নানান সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন। সর্বস্তরের ভক্তবৃন্দকে এ মহোৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত এবারের শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে আগামী ২৯ ও ৩০ সেপ্টেম্বর এবং ১ ও ২ অক্টোবর নিউইয়র্কের কুইন্স পেলেসে। পূজা, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনকে স্মরণীয় করে তুলতে প্রস্তুত পরিষদটি। অনুষ্ঠানের শেষাংশে সভাপতি ও সাধারণ সম্পাদক সবার মঙ্গল কামনা করে এবছরের ‘অঞ্জলী ২০২৫’ মোড়ক উন্মোচন উৎসবের সমাপ্তি ঘোষণা করেন।