Logo

খেলাধুলা    >>   চীনের মাটিতে শ্রীলঙ্কার জালে বাংলাদেশের ৮ গোল

চীনের মাটিতে শ্রীলঙ্কার জালে বাংলাদেশের ৮ গোল

চীনের মাটিতে শ্রীলঙ্কার জালে বাংলাদেশের ৮ গোল

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষ্যে বাফুফের এলিট একাডেমির কিশোররা চীন সফরে গেছে। দেশটির লিজাংয়ে হচ্ছে তিয়ানইউ লিওফাং টুর্নামেন্ট। বাফুফে একাডেমি দলটি দুর্দান্ত খেলছে সেখানে।

প্রথম ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে হারিয়েছিল সেনইয়াং অনূর্ধ্ব-১৭ দলকে। সোমবার সকালে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে।

একদিন আগে কলম্বোয় সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ২৪ ঘণ্টা না যেতেই এবার চীনের মাটিতে আরেকটি প্রতিযোগিতায় শ্রীলঙ্কার জালে ৮ গোল দিলো বাংলাদেশের কিশোররা।

৮০ মিনিটের ম্যাচে দুই অর্ধে চারটি করে গোল করেছে বাফুফে একাডেমি। প্রথমার্ধে গোল করেছেন নাইম, তাহসান, রনি ও হেদায়েত এবং দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেছেন মেহেদী। অন্য দুই গোল স্বপন ও তাহসানের। বাফুফে একাডেমি দল আগামীকাল চীনের স্থানীয় ইউহানের সঙ্গে খেলবে। সূত্র: জাগোনিউজ