Logo

ক্যাম্পাস    >>   বাংলাদেশে আজ আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় হবে বৃষ্টি?

বাংলাদেশে আজ আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় হবে বৃষ্টি?

বাংলাদেশে আজ আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় হবে বৃষ্টি?

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

আজ রোববার বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সেইসাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলা হয়েছে। আবহাওয়াবিদ খোঃ হাফিজুর রহমান স্বাক্ষরিত ১২০ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানা গেছে। সেই সাথে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অনদিকে বান্দরবান জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের রোববার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট এই পাঁচ অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।খবর বিবিসির।