অধ্যাপক বদিউর রহমানের প্রয়াণে প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অপূরণীয় শূন্যতা
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি, প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ অধ্যাপক বদিউর রহমান আর নেই। বাংলাদেশ সময় ১৬ জুলাই বুধবার রাত ২টা ৩০ মিনিটে তিনি রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
অধ্যাপক বদিউর রহমান ছিলেন একজন সংস্কৃতিবান, মানবিকগুণে পূর্ণ, সজ্জন মানুষ। তাঁর প্রয়াণে বাংলাদেশের প্রগতিশীল সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের পরিমণ্ডলে এক গভীর শূন্যতা সৃষ্টি হলো, যা সহজে পূরণ হবার নয়।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের পক্ষ থেকে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানানো হয়েছে। বলা হয়েছে, বদিউর রহমানের অসাম্প্রদায়িক, মানবিক ও সংগ্রামী চেতনা উদীচীর আদর্শিক পথচলায় চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে যুক্তরাষ্ট্র সংসদের সভাপতি ক্ল্যারা রোজারীও, সাধারণ সম্পাদক কল্লোল দাশ, জ্যামাইকা শাখার সভাপতি আশিস রায়, সাধারণ সম্পাদক হিরো চৌধুরী, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুলেখা পাল, বেঙ্গলি ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ধনন্জয় সাহা , প্রজ্ঞা ফাউন্ডেশনের সভাপতি উত্তম কুমার সাহা, সাধারণ সম্পাদক পলাশ ঘোষ, বণ্হি শিখা সংগীত নিকেতন এর প্রতিষ্ঠাতা সভাপতি সবিতা দাস , সংগীত পরিষদ নিউইয়র্ক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাবেরী দাশ , শিল্পকলা একাডেমি ইউএসএ’র প্রতিষ্ঠাতা সভাপতি মনিকা রায় চৌধুরী , প্রগ্রেসিভ ফোরাম ইউ এসএ এর আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু, সংগঠক সুব্রত তালুকদার, সংগঠক জয়দেব গাইন , সংগঠক সুশীল সিনহা , ফটো সাংবাদিক তাপস সাহা , কবি বনানী সিনহা ,সংগীত শিল্পী ফুলু রায় , লিলি মজুমদার, আবৃত্তি শিল্পী ও উপস্হাপিকা মুনমুন সাহা, সংগীত শিল্পী সূপর্ণা সরকার রিমা সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের পক্ষ থেকে।

















